অভিযান চলছে, দালাল অধরা—টেকনাফের উপকূলে থামছে না মানবপাচার
প্রশাসনিক কড়াকড়ির মাঝেও টেকনাফ সীমান্তের কচ্ছপিয়া উপকুল দিয়ে মানবপাচার অব্যাহত রেখেছে পাচারকারী চক্রে। মানবপাচারকারীদের জিম্মিদশা ...
হাফেজ মুহাম্মদ কাশেম:
বিশ্ব ইজতেমার ২য় দিন শনিবার বাদ আসর ৯৬ জোড়া বর-কনের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। পারস্পরিক সম্মতিতে বরেরা মূল বয়ান মঞ্চের সামনে উপস্থিত হন আর কনেরা নিজেদের গৃহে অবস্থান করেন। সম্পূর্ণ শরিয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী বিয়ে শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে খেজুর বিতরণ ও দোয়া করা হয়। ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে বন্ধ ছিল। সকালে ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম পার্শ্বে বিদেশি মেহমানদের কামরায় কালেমা পড়ে হিন্দু থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেন গাজীপুরের গাছা এলাকার রতন বসাক। ইজতেমার আয়োজক কমিটির সদস্য হাজী রেজাউল করিম বিষয়টি নিশ্চত করেছেন।
পাঠকের মতামত