ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/১২/২০২৩ ১০:১৫ এএম

৭ তারিখের পরে ১২ দিনে বছর দেখাবেন বলে মন্তব্য করেছেন সাবেক এমপি বদি।
মঙ্গলবার বিকালে, টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় বক্তব্যকালে এই কথা বলেন তিনি৷

হোয়াইক্যং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ডের মেম্বার শাহ জালালকে উদ্দেশ্য করে সাবেক এমপি বলেন,অ মও ১২ মাসে বছর দেইক্কস,৭তারিখর ফরে ১২ দিনে বছর দেহিবি,নইলে আই বদির নাম ন রাখিস!

স্থানীয় ইউপি সদস্যের নিজ এলাকায় এভাবে হুমকি দেয়া বক্তব্য আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে দাড়িয়েছে বলে জানান স্থানীয়রা।

এই বিষয়ে ইউপি সদস্য শাহ জালাল বলেন,আমার কোন মন্তব্য নেই,আমি ডরাই৷
সুত্র: টিটিএন

পাঠকের মতামত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে প্রায় ১০০ খুন করে ওসি প্রদীপ: ডা. শাহাদাত হোসেন

বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন ডিবিসি নিউজের একটি টকশোতে নিজের কারাবাস, তৎকালীন পরিস্থিতি এবং ওসি ...