প্রকাশিত: ১৪/১১/২০১৬ ৭:৩৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক::

মিয়ানমারের মুসলিম-অধ্যুষিত রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের সঙ্গে নতুন করে সংঘর্ষে জড়িয়েছে দেশটির সেনাবাহিনী। রোববার সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে অন্তত ৩০ জন গ্রামবাসী।

এক বিবৃতিতে অবশ্য সেনাবাহিনী জানায়, শনিবার রামদা জাতীয় অস্ত্র, বল্লম, ছুরি ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায় একটি গ্রামের বাসিন্দারা। হামলায় দু’সেনাসহ নিহত হয় অন্তত ৮ জন।

ঘটনার জেরে গ্রামটিতে হেলিকপ্টার মোতায়েন করা হয়। একপর্যায়ে সেনাদের বিরুদ্ধে অবস্থান নেয় প্রায় ৫শ’ গ্রামবাসী। পরে দু’টি হেলিকপ্টার গানশিপ থেকে রাহিঙ্গাদের ওপর গুলি চালায় সেনারা।

রোহিঙ্গাদের ওপর গুলি ছোড়ার কথা স্বীকার করেছে দেশটির সরকারও।

হত্যাকাণ্ডের পর আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে স্থানীয়রা। এসব সংঘর্ষকে হামলাকারীদের খোঁজে ক্লিয়ারেন্স অপারেশন হিসেবে দেখছে মিয়ানমার সরকার।

সুত্র:: আরটিভি অনলাইন

পাঠকের মতামত

আজহারীর পরবর্তী মাহফিল যে স্থানে

সিলেটে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।আগামীকাল বৃহস্পতিবার আনজুমানে খেদমতে কুরআন আয়োজিত ৩৬তম তাফসিরুল ...