প্রকাশিত: ২৮/০৮/২০১৭ ১:২৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৮ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় ২২৪ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এ সময় অনুপ্রবেশে সহায়তাকারী দুই দালালকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে উখিয়া ও টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্টে অভিযান চালিয়ে রোহিঙ্গাদের ফেরত ও দালালদের আটক করা হয়।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান এবং টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

আটক দালালরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ সালামের ছেলে মো. জাকের হোসেন (৩৫) ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের চাকমা কাটা এলাকার মৃত নুর হাকিমের ছেলে আনোয়ার হোসেন (২৮)।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, উখিয়ার বালুখালী সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারী ৭৫ জন রোহিঙ্গাকে বালুখালী পানবাজার এলাকা থেকে আটক করা হয়। এ সময় রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহায়তার অভিযোগে দুই দালালকেও আটক করা হয়। পরে আটক রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, আটক দালালদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান বলেন, উখিয়া থানা পুলিশের হাতে আটক অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের হস্তান্তর করার পর সোমবার সকালে উখিয়ার সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

এ ছাড়া টেকনাফের নাফ নদীর সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী আটজন রোহিঙ্গাকে আটক করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মো. মাইন উদ্দিন খান। পরে এদের মানবিক সহায়তা দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

সোমবার ভোরে টেকনাফের নাফ নদীর উনচিপ্রাং ও হোয়াইক্যং সীমান্ত পয়েন্ট দিয়ে ১৪৯ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম। এদের মধ্যে টেকনাফ থানা পুলিশের হাতে আটক আটজন রোহিঙ্গাও রয়েছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

সাবেক ৩০ ডিসি-ইউএনওসহ টেকনাফের সাবেক ইউএনওকে তলব, নির্বাচন সংস্কার কমিশনের বৈঠক আজ

বিগত সরকারের অধীনে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের প্রশ্নবিদ্ধ তিনটি নির্বাচনে কারচুপির তথ্য ...

দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার অভিযোগ

ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। রোববার ...

নিয়োগ দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন, ছুটি সপ্তাহে ২দিন

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি অ্যাসোসিয়েট সিস্টেম স্ট্রেংথেনিং অফিসার ...