প্রকাশিত: ১০/০৩/২০১৭ ৩:৩৮ পিএম

রিয়াজুল হাসান খোকন::

টেকনাফ শামলাপুর বাজারে এক নারী প্রায় ২০ কেজি মত পেটে একটি টিউমার নিয়ে দীর্ঘদিন যাবত চিকিৎসার অভাবে অশেষ যন্ত্রনায় কাতরাচ্ছে।  উক্ত নারীর ঠিকানা টেকনাফ বাহারছড়ার বড়ডেইল এলাকায় বলে স্থানীয়দের সূত্রে জানা গেছে। আরএই নারীর পেটের টিউমারের অশেষ যন্ত্রণার কারণে তার সাথে কথা বলা যায়নি। এদিকে এলাকাবাসীরা জানান এই নারীর চিকিৎসার জন্য সাবাই সাহায্য সহযোগিতা করতে রাজি আছে, কিন্তু অসুস্থ নারীর টিউমার অপারেশনের সময় ডাক্তারের কাছে সাক্ষর দেওয়ার জন্য একজন অভিবাবক পাচ্ছে। আর অসুস্থ নারীর আত্নীয় স্বজন সবাই তার পেটের টিউমারের কারণে তার কোনো খবর রাখেননা বলে জানান এলাকাবাসী। আজ শূক্রবার জুমার পরে টিউমার কবলিত নারীকে যন্ত্রণায় শামলাপুর বাজারে রাস্তায় কাতরাতে দেখা যায়, এসময় অনেক মানুষকে উক্ত নারীর প্রতি সাহানুবতি দেখা যায়, সবাই তার চিকিৎসা খরচের জন্য সাহায্য সহযোগিতা করতে চাই, কিন্তু কেউ দেখা শুনা করার জন্য ও সাহায্যের চাঁদা গুলো তুলার জন্য একজন অভিবাবক পাচ্ছেনা। তাই বাহারছড়ার সর্বস্তরের মানুষ এই নারীর সাহায্যে এগিয়ে আসার জন্য একজন মানবপ্রেমি মানুষকে অভিবাবক হিসেবে চেয়েছেন, এবং সমাজের বিক্তবানদের এই নারীর চিকিৎসার জন্য এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

পাঠকের মতামত

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া ...

টেকনাফের পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের সম্পদ জব্দ দুদকের মামলা

টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল ...