প্রকাশিত: ২৮/০৯/২০১৯ ৭:৪৯ এএম
?

?
কক্সবাজার শহরের পাহাড়তলী থেকে দালালসহ ১০ রোহিঙ্গাকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- দালাল ইয়ামিন আরমান, সেলিম উল্লাহ, দিল মোহাম্মদ (৫৫), জাফর আলম (২৬), মোহাম্মদ হোসন (২৫) মোহাম্মদ রফিক (১৯), আসমা (৯), শফি আলম (২০), হাশেম উল্লাহ (১৫) ও মো. মিজান।

স্থানীয়রা জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে অনেক রোহিঙ্গা বিভিন্নভাবে বসবাসের চেষ্টা শুরু করছে। এমন একটি খবর সম্প্রতি তাদের কাছে আসে। পরে পরিকল্পনা অনুযায়ী তাদের ধরে পুলিশের কাছে সোপর্দ করে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে রোহিঙ্গাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...