নারী পর্যটকের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণ, টিকটকার গ্রেপ্তার
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে নারীদের গোসলের ভিডিও গোপনে ধারণ করার দায়ে রুবেল পাহলান (৩০) নামের ...
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- দালাল ইয়ামিন আরমান, সেলিম উল্লাহ, দিল মোহাম্মদ (৫৫), জাফর আলম (২৬), মোহাম্মদ হোসন (২৫) মোহাম্মদ রফিক (১৯), আসমা (৯), শফি আলম (২০), হাশেম উল্লাহ (১৫) ও মো. মিজান।
স্থানীয়রা জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে অনেক রোহিঙ্গা বিভিন্নভাবে বসবাসের চেষ্টা শুরু করছে। এমন একটি খবর সম্প্রতি তাদের কাছে আসে। পরে পরিকল্পনা অনুযায়ী তাদের ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে রোহিঙ্গাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
পাঠকের মতামত