প্রকাশিত: ০৫/০২/২০১৭ ৮:২২ এএম


সাদ্দাম হোসাইন, হ্নীলা ॥

পানির অপর নাম জীবন আর সে জীবন বাচাঁনোর জন্য প্রতিদিনের ন্যায় হোয়াইক্যংয়ে পানি আনতে যাওয়ার পথে সড়কে যাত্রীবাহী বাস দূঘর্টনায় প্রাণ হারালো পারভীন নামের এক যুবতী। পুলিশ ঘাতক চালক ও বাস আটক করে লাশটি ফাঁড়িতে নিয়েছে।

জানা যায়-৪ ফেব্রুয়ারী রাত ৭টারদিকে টেকনাফ হতে চট্টগ্রামগামী সুগন্ধা সার্ভিসের একটি বাস নোয়াখালী (ব-০৫-০০৬১) বাসটি হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কাঞ্জরপাড়া অতিক্রম করার সময় অসাবধানতাবশত কলসী নিয়ে পানি আনতে যাওয়ার পথে আব্দুল গফুরের মেয়ে পারভীন আক্তার (১৩)কে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায়। এই দূঘর্টনার খবর পেয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত আইসি এসআই চন্দন সিনহা সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক বাসটি জব্দ করে সাতকানিয়া পূর্ব কাঠগড়ের আহমদ হোছনের পুত্র আনোয়ার হোছন মঞ্জুকে আটক করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ফাঁড়িতে ছিল। #####

পাঠকের মতামত

কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে জহির সভাপতি ও রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত

কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির লি.–এর নির্বাচন উৎসবের আমেজে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ...

ব্যবসায়ীদের ভোটযুদ্ধে জামায়াতের উত্থান, পেছনে বিএনপি

দক্ষিণ কক্সবাজারের অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ...