প্রকাশিত: ০৫/০২/২০১৭ ৮:২২ এএম


সাদ্দাম হোসাইন, হ্নীলা ॥

পানির অপর নাম জীবন আর সে জীবন বাচাঁনোর জন্য প্রতিদিনের ন্যায় হোয়াইক্যংয়ে পানি আনতে যাওয়ার পথে সড়কে যাত্রীবাহী বাস দূঘর্টনায় প্রাণ হারালো পারভীন নামের এক যুবতী। পুলিশ ঘাতক চালক ও বাস আটক করে লাশটি ফাঁড়িতে নিয়েছে।

জানা যায়-৪ ফেব্রুয়ারী রাত ৭টারদিকে টেকনাফ হতে চট্টগ্রামগামী সুগন্ধা সার্ভিসের একটি বাস নোয়াখালী (ব-০৫-০০৬১) বাসটি হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কাঞ্জরপাড়া অতিক্রম করার সময় অসাবধানতাবশত কলসী নিয়ে পানি আনতে যাওয়ার পথে আব্দুল গফুরের মেয়ে পারভীন আক্তার (১৩)কে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায়। এই দূঘর্টনার খবর পেয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত আইসি এসআই চন্দন সিনহা সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক বাসটি জব্দ করে সাতকানিয়া পূর্ব কাঠগড়ের আহমদ হোছনের পুত্র আনোয়ার হোছন মঞ্জুকে আটক করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ফাঁড়িতে ছিল। #####

পাঠকের মতামত

সেন্টমার্টিনে যেতে পর্যটকদের দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় বিস্তৃত পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে, যার ...

সন্ধ্যা নামলেই কক্সবাজার-খুরুশকুল সেতুতে সৃষ্টি হয় ভুতুড়ে পরিবেশ

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ওপর নির্মিত দৃষ্টিনন্দন কক্সবাজার-খুরুশকুল সংযোগ সেতু। নির্মাণশৈলীর কারণে উদ্বোধনের পর থেকেই ...