প্রকাশিত: ১৪/০৮/২০২১ ৫:০৬ পিএম

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন ২ নং ওয়ার্ড বালুখালি গ্রামের মোহসেনা(২২)আক্তার নামে দু’সন্তানের জননীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা।

মোহসেনা আক্তার ২নং ওয়ার্ড বালুখালি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।
এলাকাবাসির সূত্রে জানা যায়,১৪ আগস্ট গভীর রাত ২টার দিকে একদল অস্ত্রধারি দুষ্কৃতিকারী মোহাম্মদ আলীর বাড়ির দরজা ভেঙ্গে বাড়িতে ডুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দু’সন্তানের জননী মোহসেনা আক্তার(২২)কে হত্যা করে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি আইসি এসআই মোঃ মাহমুদুল হাসান মাহবুব জানান,হোয়াইক্যং ইউপির ২নং ওয়ার্ড বালুখালি গ্রামের জৈনক মোহাম্মদ আলীর স্ত্রী মোহসেনা আক্তার (২২)কে রাতের আধারে দুষ্কৃতিকারীরা হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে তার মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ হত্যা কান্ডের সাথে কারা জড়িত তা তদন্তের মাধ্যমে বের করে প্রকৃত খুনিদের আটক করা হবে।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...

কক্সবাজার থেকে চট্রগ্রাম গিয়ে মিছিল, ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৪

কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে ‘সরকারবিরোধী’ মিছিল করার অভিযোগে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীসহ চারজন ...