শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি::
বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন রোহিঙ্গা ইস্যুতে ৬ মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছে উচ্চ আদালত। হাইকোর্ট ডিভিশন বেঞ্চের বিচারপতি কাজী রেজাউল হক ও মোহাম্মদ উল্লাহর বেঞ্চ ৩০ অক্টোবর এই রায় প্রদান করেন।
জানা গেছে, রিটকারী আলী হোসেনের পক্ষে তাঁর আইনজীবি মোহাম্মদ আবু সায়েম গত ২৭ অক্টোবর বিচারপতি কাজী রেজাউল হক ও মোহাম্মদ উল্লাহর ৬নং বেঞ্চে রোহিঙ্গা ইস্যুতে মামলাটি রুজু করেন।
মামলায় বিবাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, জেলা প্রশাসক, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাচন অফিসার এবং সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আসামী করা হয়েছে।
বিকাল থেকে বিষয়টি গুজব আকারে ছড়িয়ে পড়লেও রাত সাড়ে ৯টায় নির্বাচন স্থগিত করার বিষয়টি আনুষ্ঠানিক ভাবে স্বীকার করেন উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার অরুন উদয় ত্রিপুরা।
এদিকে গতকাল রোববার সকাল থেকে উম্মুক্ত মঞ্চ এলাকা থেকে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ সব ধরনের ভোটের সরঞ্জাম নিয়ে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসাররা নিজ নিজ কেন্দ্রে পৌছেছেন। তবে সন্ধ্যার পর ভোট স্থগিত হওয়ার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত হতে অনেকেই নির্বাচন দপ্তরসহ সাংবাদিকদের কাছে যোগাযোগ শুরু করেন।
পাঠকের মতামত