উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০৯/২০২৪ ১০:২০ এএম

সেন্টমার্টিন যেতে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আবু তাহের মুহাম্মদ জাবের।

তিনি বলেন, ‘প্রতিদিন ১২০০ পর্যটক রেজিস্ট্রেশন করে শিডিউল মতো যাওয়ার একটা সিদ্ধান্ত হয়েছিল গত সরকারের আমলে। কিন্তু এখন এটা এই সরকারের ওপর চাপানো হচ্ছে।’

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের একটি অভিজাত রেস্টুরেন্ট স্থানীয় ট্যুর অপারেটর অ্যান্ড ট্যুর গাইড ও স্থানীয় স্টেক হোল্ডারদের প্রতিনিধির সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক আয়োজিত ‘পর্যটনশিল্পের বর্তমান অবস্থা ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিটিবি সিইও বলেন, ‘সেন্টমার্টিন হচ্ছে একটি ইউনিয়ন পরিষদ। সেখানে ২৫০টি হোটেল এবং রিসোর্ট রয়েছে। এটা কি স্বাভাবিক কথা? এ ছাড়া এখানে রাষ্ট্রের বিভিন্ন সংস্থার অফিস রয়েছে। সঙ্গে রয়েছে তাদের থাকার রিসোর্ট। পরিবেশ অধিদফতরের মতো একটা প্রতিষ্ঠানেরও রয়েছে তিনটি বিল্ডিং। কোনও কোনও সময়ে সেখানে ১০-১৫ হাজার পর্যটক অবস্থান করেন। সেখানের স্থায়ী বাসিন্দাসহ এত পর্যটক একসঙ্গে চলে গেলে নেটওয়ার্কিং একটা সমস্যা তৈরি হওয়া স্বাভাবিক। কারণ, এত বেশি মানুষ একসঙ্গে গেলে সেখানের পরিবেশ আর স্বাভাবিক থাকার উপায় নেই।’

তিনি আরও বলেন, ‘২০১০ সালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড চালু হলেও ২০১৫-১৬ সাল পর্যন্ত এটির কোনও কার্যক্রমই ছিল না।’ শ্রীমঙ্গলে একটি ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার চালু করা হবে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) মো. মাজহারুল ইসলাম।

পাঠকের মতামত

বৈষম্য মুক্ত শান্তির সমাজ প্রতিষ্ঠায় রাসূলুল্লাহর (স) আদর্শই একমাত্র পথ- মাওলানা মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন, বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠার আওয়াজ ...

সিনহা হত্যাকাণ্ড: সেনাপ্রধানের সঙ্গে মা-বোনের সাক্ষাৎ

সেনাবাহিনীপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে দেখা করেছেন পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ ...

উখিয়ায় ইয়াবাসহ দম্পতি আটক

কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার ৩৯৫ পিস ইয়াবা উদ্ধারসহ দুইজন মাদক ...