প্রকাশিত: ২৩/০৪/২০২২ ১২:০১ পিএম

সেন্টমার্টিন দ্বীপে জেলের জালে ধরা পড়েছে ১৫০ কেজি ওজনের একটি বোল মাছ। মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ী মাহবুব খান জানান, শনিবার (২৩ এপ্রিল) সকালে স্থানীয় জেলে রশিদ মাঝির জালে মাছটি ধরা পড়ে। মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে ওই ব্যবসায়ী জানান।

জেলে রশিদ মাঝি বলেন, ‘আল্লাহর রহমতে আমার জালে দেড়শ কেজি ওজনের বোল মাছটি ধরা পড়েছে। ঈদের খরচ হিসেবে আল্লাহ মাছটি ধরার সৌভাগ্য আমাকে দিয়েছেন।’

যেভাবে তাজা মাছ চিনবেন যেভাবে তাজা মাছ চিনবেন
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন জানান, লোকজনের মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপে এক জেলের জালে বড় একটি মাছ ধরা পড়ার খবর জেনেছি। মৎস্য আহরণ বন্ধের নির্দেশনা মেনে চলার কারণে সাগরের মৎস্য সম্পদ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মাছও বড় হয়েছে। সম্প্রতি টেকনাফ উপকূলে জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ার কথাও তিনি স্বীকার করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...