প্রকাশিত: ০৭/১০/২০১৬ ৭:১১ এএম

received_335059500171423বিশেষ প্রতিবেদক
বাংলাদেশ আনসার – ভিডিপি  গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টন ইউনিয়নের দল নেতা আনসার কমান্ডার কবির আহমদ (৮০)। যিনি  জনসেবা ও সামাজিক উন্নয়ন মূলক কাজের প্রশংসনীয় অবদানের জন্য বাংলাদেশ আনসার ভিডিপি গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক  প্রদত্ত স্বর্ণপদক ও জাতীয় পুরস্কার লাভ করেন। সেই প্রবীন মুরব্বী কমান্ডার কবির আহমদকে বেদড়ক পেটালেন সেন্টমার্টিনের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক । ৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের হল রুমে প্যানেল চেয়ারম্যান আবদুর রহমান ও অন্যান্য ইউপি সদস্যদের সম্মূখে প্রকাশ্য দিবালোকে ঘটেছে ঘটনাটি। জানা যায়, কবির আহমদের ছেলে ছৈয়দ আমিনের কাছ থেকে (বামার্ইয়া) আবদুল মোনাফ নামের এক ব্যাক্তির কিছু লেনদেন ছিল । সেই বিষয় নিয়ে মোনাফ স্থানীয় ইউনিয়ন পরিষদে  ছৈয়দ আমিনের বিরোদ্ধে বিচার দেয়। বৃহস্পতিবার বিচারের দিন ধার্য করায় কমান্ডার কবির আহমদ ইউনিয়ন পরিষদে হাজির হই ।  ছেলে আসতে দেরি করায় ৫ নং ওয়ার্ডেও ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক কমান্ডার কবির আহমদকে কোন কথাবার্তা ছাড়া বেদড়কভাবে পেটান। আহত কবির আহমদ বর্তমানে সেন্টমার্টিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসাধীন আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক  স্থানীয় এক পল্লী চিকিৎসক বলেন , মানুষ জানত ৫ নং ওয়ার্ডের মেম্বার ও তার পরিবারের সদ্স্য গুলো এমনিই ঝগড়াটে । কথায় কথায়  মানুষের গায়ে হাত তোলা তাদের নিত্যনৈমিত্তিক ব্যাপার । তারা কাউকে পরোয়া করে না ।  কেন যে ,৫ নং ওয়ার্ডের মানুষ  এদেরকে প্রতিনিধি বানালো আমার বোধগম্য হয় না। বর্তমানে তার বোনের জামাই চেয়ারম্যান, ভাই প্যানেল চেয়ারম্যান জানি না দ্বীপের কি অবস্থা হয়। বি এন হাই স্কুলের একজন শিক্ষক বলেন,এই দ্বীপের সকল অবৈধ কর্মকান্ড আবদুর রউফ মেম্বারের সহায়তায়  আবু বক্কর মেম্বার ও তার ভাইূেয়রা করে থাকেন। মায়ানমার থেকে অবৈধ কারেন্ট জালের সাথে মুড়িয়ে মদ, ইয়াবা ও গাজা এনে এরা  দ্বীপের যুব সমাজ ধবংসের পাশাপাশি  নষ্ট করছে পরিবেশটাও। আমি আনসার কমান্ডারকে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ যানাই। সেন্টমার্টিন  ছাত্রদের নেতৃত্বদানকারী ছাত্র সংগঠন সেন্টমার্টিন স্টেুডেনস ফোরামের সভাপতি তৈয়ব উল্লাহ এই হামলার প্রতিবাদ জানিয়ে তার ফেইজবুক স্ট্যাটাসে চেয়ারম্যানকে উদ্দেশ্য করে লিখেছেন,   বিচার করুন, না হয় পদত্যাগ করুন । এ বিষয়ে টেকনাফ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মোস্তাফা কামাল জানান , সেন্টমার্টিনের আনসার কমান্ডার কবির আহমদকে  আমি খুব কাছে থেকে চিনি । তিনি একজন সৎ ও নিষ্টাবান আনসার কমান্ডার যার প্রমাণস্বরুপ  বাংলাদেশ আনসার  ভিডিপি গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক প্রদত্ত স্বর্ণপদক ও জাতীয় পুরস্কার ল্ভা করেন। ইউপি সদস্য কোনভাবেই আনসার কমান্ডারের গায়ে  হাত দিতে পারেন না । আমি এই বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলব। প্রয়োজনে আমি এই বিষয়ে মামলা করতেও প্রস্তুত আছি। আহত কবির আহমদ বলেন , আমি জিবনের পুরাটা সময় এই দ্বীপের মানুষের মঙ্ঘলের সার্থে ব্যয় করেছি। আজ বৃদ্ধ বয়সে এসে পেটের ছেলের বয়সী লোকের দ্বারা মার খেতে হলো। আমি আমার উপরের অফিসারদের সাথে কথা বলেছি ওনারা যে নির্দেশনা দেবেন আমি সেদিকে আগাব। এ বিষয়ে সেন্টমার্টিন  ইউপির প্যানেল চেয়ারম্যান-১ আবদুর রহমান ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন, ঘটনাটি আসলেই দুঃখজনক ।আগামী কাল শুক্রবার জুমার নামাযের পর এ বিষয়ে সালিশ হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।  দ্বীপের সচেতনমহল থেকে শুরু করে  ছাত্র , শিক্ষক, অভিভাবক,  পেশাজীবি  সর্বত্র এই জঘন্য অপরাধের  নিন্দা জানাচ্ছে এবং অপরাধী আবু বক্করের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছে।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দ্রুতগতির বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশের দোহাজারী পৌরসভার দেওয়ানহাট পুয়া ফকির মাজার সংলগ্ন এলাকায় দ্রুতগতির যাত্রীবাহী বাসের ...

রাউজানে চেম্বার থেকে তুলে নিয়ে অপহরণ সাবেক ওসি প্রদীপসহ ৬ জনের নামে চিকিৎসকের মামলা

চেম্বার থেকে তুলে নিয়ে এক চিকিৎসককে চাঁদা না পেয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে রাউজান থানার ...

প্রেমিকের সঙ্গে পালানোর ২০ দিন পর স্বামীর ঘরে প্রবাসীর স্ত্রী

চাঁদপুরের ফরিদগঞ্জে কাউনিয়া এলাকার এক কুয়েত প্রবাসীর স্ত্রী লক্ষ্মীপুরের রায়পুরের পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ...