মায়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সহিংসতায় আবারও বাংলাদেশমুখী হচ্ছে রোহিঙ্গারা। সম্প্রতি কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরের বেশ কয়েকটিতে এসে তারা আশ্রয় নিয়েছে। সরকারি হিসাবে তাদের নাম নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কক্সবাজারে এখন পর্যন্ত অনুপ্রবেশকারী রোহিঙ্গা প্রায় সাড়ে ১২ লাখ।

নৌপথেও ঢুকছে রোহিঙ্গারা সীমান্তে কঠোর বিজিবি
আরাকানে ফেরাই চাওয়া
প্রধান উপদেষ্টার আসন্ন সফর ঘিরে আশাবাদী
বর্তমানে কক্সবাজারে অনুপ্রবেশকারী রোহিঙ্গা আছে প্রায় সাড়ে ১২ লাখ
২০১৭ সালের কয়েক মাসে আসে প্রায় ৮ লাখ
সীমান্তে ঢোকার অপেক্ষায় কয়েক হাজার
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা সংঘাত চায় না, তারা শান্তিমতো নিজ দেশে ফিরতে চায়। তারা ‘কুলাসামাজ্ঞা’র (মায়ানমারের ভাষায় জাতিসংঘের নাম) কাছে নিজ দেশে ফেরার আকুতি জানাচ্ছে প্রতিনিয়ত।
রোহিঙ্গা অনুপ্রবেশ : সম্প্রতি নতুন করে এক লাখ ২৪ হাজার ১২৮ জন রোহিঙ্গার অনুপ্রবেশের তথ্য রয়েছে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত অনুপ্রবেশকারী রোহিঙ্গা প্রায় সাড়ে ১২ লাখ। এই হিসাবের বাইরেও নতুন করে আসা রোহিঙ্গাদের তথ্য সরকারি হিসাবে নেই। স্থানীয় সূত্রে নতুন অনুপ্রবেশকারীদের তথ্য রয়েছে। নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের একটি অংশের নিবন্ধন নেই। রোহিঙ্গা নেতা দীল মোহাম্মদ গতকাল কালের কণ্ঠকে জানান, গত এক বছরে কমপক্ষে দেড় লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে কক্সবাজারে। খোঁজ নিয়ে জানা গেছে, এখনো প্রায় প্রতিদিন ধাপে ধাপে রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি সীমান্তে নজরদারি কঠোর করা হয়েছে। মায়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির অনেক সদস্য আরাকান থেকে পালিয়ে যাচ্ছে। এরই মধ্যে একজন সশস্ত্র সদস্যসহ তিনজন বাংলাদেশে ঢোকার পর আটক হয়েছেন বিজিবির হাতে। আটক আরাকান আর্মির সদস্যরা বিজিবিকে জানিয়েছেন, আরাকানের ক্যাম্পগুলো থেকে সম্প্রতি তিন শতাধিক আরাকান আর্মির সদস্য পালিয়ে গেছে। তারা বাংলাদেশে ঢুকে পড়তে পারে—এমন আশঙ্কায় বিজিবি সীমান্তে কড়াকাড়ি আরোপ করেছে। এ কারণে ওপার থেকে রোহিঙ্গাদের অনুপ্রবেশ আগের মতো না হলেও অনেকেই সীমান্তের চোরাই পথে কক্সবাজারের বিভিন্ন স্থানে ঢুকছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নাফ নদ দিয়ে রাতের বেলা ভেলায় করেও রোহিঙ্গারা আসছে উখিয়া-টেকনাফে।
আরাকানে রোহিঙ্গারা অত্যাচারে অতিষ্ঠ : নাফ নদের পূর্ব তীরের পাশের মায়ানমারের আরাকান রাজ্যের মংডু এলাকার বেশ কিছু গ্রামে বাংলাদেশি মোবাইলের নেটওয়ার্ক রয়েছে। এসব গ্রামের বাসিন্দারা বাংলাদেশি নেটওয়ার্কের মোবাইল ফোন ব্যবহার করে থাকে। মংডু এলাকার একজন রোহিঙ্গা কালের কণ্ঠকে জানান, আরাকান আর্মিকে আরাকানের রোহিঙ্গা বাসিন্দারা বলে থাকে ‘মগ বাগি’ (অর্থাৎ দস্যু)। আরাকান আর্মিতে রয়েছে চার দেশের বাসিন্দা। তারা যথাক্রমে ভারত, নেপাল, মায়ানমারের আরাকান ও বাংলাদেশের বাসিন্দা।
আরাকান আর্মির সদস্যরা এখন খুব ভালো অবস্থায় নেই। সেখানে তারা আর্থিক সংকটে রয়েছে। এ অবস্থায় আরাকান আর্মির সদস্যরা রোহিঙ্গাদের বাড়িঘরের বড় সাইজের গাছগুলো কেটে তক্তা করে বিক্রি করে দিচ্ছে। এসব গাছের তক্তা নৌকা বোঝাই করে নাফ নদের লালদিয়া নামের দ্বীপে এনে মজুদ করার পর সেখান থেকে বিক্রি করা হচ্ছে। আরাকান আর্মির সদস্যরা রোহিঙ্গাদের গরু-ছাগল যখন যা প্রয়োজন তা জবাই করে খেয়ে ফেলে। তারা রোহিঙ্গাদের চাষাবাদ, মৎস্য চাষ থেকে শুরু করে প্রায় সবখানেই ট্যাক্সের নামে চাঁদা আদায় করে থাকে। এমনকি বিদ্যালয়পড়ুয়া প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির প্রতিজন রোহিঙ্গা শিক্ষার্থীর কাছ থেকেও মাসিক ১০ থেকে ২০ হাজার কিয়েট চাঁদা নিয়ে থাকে। আবার চাঁদার অর্থ আদায় করে থাকে বাংলাদেশি টাকায়। কেননা মায়ানমারের মুদ্রা তাদের কাজে আসে না। আরাকান আর্মির সদস্যরা কেনাকাটা করে থাকে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে।
প্রধান উপদেষ্টার কক্সবাজার বৈঠক নিয়ে আশার সঞ্চার : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৫ আগস্ট কক্সবাজার সফরে আসবেন বলে আশা করা হচ্ছে। গত এক বছরের মধ্যে কক্সবাজারে এটি হবে প্রধান উপদেষ্টার দ্বিতীয় সফর। পর্যবেক্ষকমহল মনে করছে, তাঁর দুইবারের কক্সবাজার সফর ঘটছে কেবল রোহিঙ্গাবিষয়ক সমস্যাকে কেন্দ্র করেই। প্রধান উপদেষ্টার কক্সবাজার সফর নিয়ে কেবল রোহিঙ্গা ক্যাম্প নয়, গোটা কক্সবাজার জেলায় এখন আলোচনা চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী মাসে (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় রোহিঙ্গাবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন সামনে রেখে রোহিঙ্গা সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করতে আগামী ২৫ আগস্ট কক্সবাজার সাগরপারের ইনানী সেনা রেস্টহাউসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠকটি। কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব কালের কণ্ঠকে বৈঠকটির তথ্য নিশ্চিত করে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আরআরআরসি কমিশনারের কার্যালয় বৈঠকটি নিয়ে কাজ করছে। বৈঠকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসহ রোহিঙ্গাসংশ্লিষ্ট দেড় শতাধিক ব্যক্তি যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিবকে সঙ্গে নিয়ে গত রমজান মাসে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের এসেছিলেন। ওই সময় রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে প্রধান উপদেষ্টার আশা-জাগানিয়া বক্তব্য নিয়ে রোহিঙ্গাদের মধ্যে স্বস্তি নেমেছিল। এবারের আসন্ন বৈঠক নিয়েও রোহিঙ্গা ক্যাম্পগুলোয় ব্যাপক আলাপ-আলোচনা চলছে। সুত্র: কালেরকন্ঠ
পাঠকের মতামত