প্রকাশিত: ১২/০১/২০১৭ ৭:৫৫ পিএম , আপডেট: ১২/০১/২০১৭ ১০:৫৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে পাহাড় ধ্বসে
মাটি কাটার এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।১২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৫টায় মর্মান্তিক এ বিয়োগান্তুক ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়।
নিহত খাইরুল আমিন (২০) ঘুমধুমের নোয়াপাড়া গ্রামের সোনা আলীর ছেলে বলে জানা গেছে। প্রতিদিনের মত বাংলাদেশ – মিয়ানমার মৈত্রী সড়ক নির্মাণ কাজের বালু
সরবরাহ কাজের শ্রমিক হিসেবে ডাম্পার ট্রাকে করে নোয়া পাড়ায় জনৈক মৃত মীর কাসেম,পরান আহমদ ও
আলমের পাহাড়ে মাটি কাটতে যায়। অসাবধানতাবশত পাহাড়ের উপরিভাগের মাটি আকস্মিক ধ্বসে মাটি কাটারত শ্রমিকদের ও ট্রাকের উপর ভেংগে পড়ে। এতে ট্রাক ও চালক এবং শ্রমিকদের মধ্যে খাইরুল আমিন মাটি চাপা পড়ে। প্রত্যক্ষদর্শী লোকজন ট্রাক চালক ও শ্রমিক খাইরুল আমিন কে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তৎমধ্যে খাইরুল আমিন ততক্ষণে নিথর হয়ে যায়। চালকের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে। এখনও ৩ শ্রমিকের খোঁজ পাচ্ছেনা বলে স্থানীয়রা জানান।
ঘুমধুম ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, মাটি চাপা পড়ে এক শ্রমিক মারা গেছে বলে শুনেছি। ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ এরশাদ উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। খবরাখবর নিচ্ছি। এদিকে খাইরুল আমিনের অকাল মৃতুত্যে ঘুমধুমে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম। এসংবাদ লেখাকালিন সময় পযর্ন্ত
পুলিশ, সেনাবাহিনী ও এলাকাবাসীর উদ্ধার তৎপরতা চলছে।

পাঠকের মতামত

জামিন বাতিল, মহেশখালীর তোফায়েল হত্যা মামলায় ৭ জন কারাগারে

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের বাসিন্দা জুলাই অভ্যুথানে নিহত শহীদ তানভীর ছিদ্দিকীর ...

ফেসবুক পোস্ট দিয়ে ছাত্রশক্তি নেত্রীর পদত্যাগ‘জুলাইয়ে থানার বাইক চোরের কাছে অনেক সময় হেরে যাই’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলা শাখার সদ্য ঘোষিত নতুন কমিটি’র ...