প্রকাশিত: ১৮/০৯/২০১৬ ৮:৪৯ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::

নাইক্ষ্যংছড়িতে এক আরএসও সদস্যসহ দুইজনকে আটক করেছে বিজিবি। রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার আশারতলী জামছড়ি থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো আরএসও সদস্য কবির হোসেন (২৩)। সে মিয়ানমারের মংডু কামংচি এলাকার ছৈয়দ কাছিমের ছেলে। এছাড়াও তাকে সহযোগিতার দায়ে আশারতলী জামছড়ি এলাকার মো: আলী আকবর (২৫) নামে অপর একজনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশারতলী বিওপির সুবেদার মো:ইব্রাহিম হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কবির হোসেন মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)’র সক্রিয় সদস্য। গত তিন বছর ধরে সে পরিচয় গোপন করে পার্বত্য লামা উপজেলার পাইতং এলাকায় অবস্থান করে আসছিল। গত কয়েকদিন থেকে সে নাইক্ষ্যংছড়ির জামছড়ি এলাকার আলী আকবরের বাসায় ছিল। রবিবার গোপন সংবাদে খবর পেয়ে আশ্রয়দাতাসহ তাদের দুইজনকে আটক করে বিজিবি।

আটকের বিষয়টি নিশ্চিত করে রামু ৫০ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল গোলাম মঞ্জুর সিদ্দীকি জানান- আটকৃতদের মধ্যে এক জন মিয়ানমারের নাগরিক। সে কোন সন্ত্রাসী বাহিনীর সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকের মতামত

মিয়ানমারের আরেক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে

মিয়ানমারের বিদ্রোহীরা দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে। মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তা’আং ...

চট্টগ্রাম-কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির দাবি

চট্টগ্রাম–কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবিতে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে স্মারকলিপি দিয়েছেন ...