প্রকাশিত: ২৫/০৩/২০১৭ ৯:১১ এএম

নিউজ ডেস্ক::

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিহত জঙ্গি জুবাইরা ইয়াসমিনের ছোট বোন মানজিয়ারা পারভিন সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানার মর্জিনা বলে ধারণা করছে তার পরিবার। মানজিয়ারার বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে। খবর বাংলাট্রিবিউন।
জঙ্গি জুবাইরা ইয়াসমিন ও মানজিয়ারা পারভিনের বড় ভাই জিয়াবুল হক বলেন, ‘বোন মানজিয়ারা পারভিন ‘মর্জিনা’ নামে সিলেটের জঙ্গি আস্তানায় থাকতে পারে।’
জুবাইরা ইয়াসমিনের মা জান্নাত বলেন, ‘ আমার আট ছেলে ও চার মেয়ের মধ্যে তিনজনের কোনও খোঁজ নেই। চিকিৎসার কথা বলে স্বামী কামাল হোসেন নিয়ে যায় জুবাইরা ইয়াসমিনকে। এর কিছুদিন পর ছেলে জহিরুল হক তাদের সঙ্গে চলে যায়। জুবাইরার একটি ছেলে সন্তান হলে সন্তানের দেখাশুনার কথা বলে সে মানজিয়ারা পারভিনকে (১৬) চট্টগ্রামে নিয়ে যায়।আট মাস ধরে তাদের কোনও খবর পাওয়া যায়নি।’
নাইক্ষ্যংছড়ির বাইশারী তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক আবু মুসা বলেন, ‘জন্ম নিবন্ধন কার্ড দেখে মানজিয়ারা পারভিনের নাম যে মর্জিনা এই বিষয়ে কোনও প্রমাণ পাওয়া যায়নি।’
এদিকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় আতিয়া মহল নামে পাঁচতলা ভবনের নিচতলায় স্বামী-স্ত্রীর পরিচয়ে কাওসার আলী ও মর্জিনা বেগম ওই বাড়ির নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নেয়। সেই ফ্ল্যাটে জঙ্গিরা অবস’ান করছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে ওই বাড়ি থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয়। জঙ্গি সন্দেহে ওই ভবনটি ঘিরে রেখেছে সোয়াত টিমের সদস্যরা। ইতোমধ্যে সেখানে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো পৌঁছেছে। রাতেই জঙ্গি আস্তানায় অভিযান চালানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা।

পাঠকের মতামত

সরকারের সমালোচনার পাশাপাশি নিজেকেও পরিবর্তন করতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...

কক্সবাজার থেকে চট্রগ্রাম গিয়ে মিছিল, ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৪

কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে ‘সরকারবিরোধী’ মিছিল করার অভিযোগে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীসহ চারজন ...