নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮/০৯/২০২৫ ৩:০০ পিএম

চট্টগ্রাম নগরীতে সিএনজি অটোরিকশায় ফেলে যাওয়া ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪৮,৯০০ টাকা অক্ষত অবস্থায় উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সাইফুল ইসলাম (৩৯) নামের এক ব্যক্তি। তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের নিয়ে অজ্ঞাতনামা একটি সিএনজিতে করে তিনি চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন সংলগ্ন গ্রামীণমাঠ এলাকায় পৌঁছান। ভাড়া পরিশোধ করে সিএনজি থেকে নামার সময় অসাবধানতাবশত তার স্ত্রীর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা রাখা ব্যাগটি সিএনজিতে রেখে নেমে যান।
পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন সাইফুল। এরপর সাইফুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম
দ্রুত পদক্ষেপ নেন। ইন্সপেক্টর (অপারেশনস) মীর মোহাম্মদ সেলিমের নেতৃত্বে উপ পরিদর্শক বাহার মিয়া ও উপ পরিদর্শক তারেকুল ইসলামসহ একটি টিম গঠন করা হয়। দলটি থানার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সিএনজিটির রেজিস্ট্রেশন নম্বর (চট্ট-মেট্রো-থ ১২-৫২৩৪) শনাক্ত করে।পরবর্তীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোপন সূত্র ও প্রযুক্তির সহায়তায় চালকের অবস্থান শনাক্ত করে বাকলিয়া থানাধীন বাদিয়ারটেক এলাকায় তাকে আটক করা হয়। চালকের দেখানো মতে তার হেফাজত থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।এ বিষয়ে সংশ্লিষ্ট চালক ও মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশ সূত্র জানিয়েছে, সিএনজি অটোরিকশায় যাত্রীদের ভুলে রেখে যাওয়া মালামাল উদ্ধারে পুলিশের এ ধরনের দ্রুত পদক্ষেপ জনসাধারণের মধ্যে নিরাপত্তা ও আস্থা বৃদ্ধি করেছে।এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আবদুল করিম বলেন,“অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করি। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিএনজি শনাক্ত করে ফেলে যাওয়া স্বর্ণ ও নগদ টাকা অক্ষত অবস্থায় উদ্ধার সম্ভব হয়েছে। জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা কাজ করে যাচ্ছি।”

পাঠকের মতামত

থমথমে খাগড়াছড়ি, দোকানপাট বন্ধ

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে কয়েকদিনের অবরোধ, মিছিল ও সহিংসতার পর খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ ...

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুতে দেশটির রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ...

মৎস্য খাতের অগ্রযাত্রায় নেদারল্যান্ডস-বাংলাদেশের যৌথ উদ্যোগ

মৎস্য খাতের টেকসই উন্নয়নে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী সহযোগিতার আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস সরকার। বিশেষত কৃষি ও জলজ ...

সন্তান কোলে হেলিকপ্টারে করে বিয়ে, পরকীয়ায় স্ত্রী পালানোর ‘জবাব’ দিলেন স্বামী

দাম্পত্য জীবনে বিচ্ছেদ এলে অনেকেই ভেঙে পড়েন, অনেকে দীর্ঘ সময় বিষণ্নতায় কাটান। তবে মুন্সিগঞ্জের কামাল ...