শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি
নাইক্ষ্যংছড়ি থানায় কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্দ্যেগে সাম্প্রদায়িক সম্প্রীতি শীর্ষক সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার ১৮নভেম্বর সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি থানার হলরুমে এ সভা অনুষ্টিত হয়। সদর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- একটি কুচক্রি মহল দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। তাই দেশের উন্নয়ন কেউ যাতে বাধাগ্রস্থ করতে না পারে সেজন্য কমিউনিটি পুলিশিং ফোরামসহ জনসাধারণ অগ্রণী ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ আহ্বায়ক ক্যউচিং চাক, হাজী এম এ কালাম ডিগ্রী কলেজ অধ্যাক্ষ ও.আ.ম রফিকুল ইসলাম, ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ছালেহ উদ্দিন চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ ইমরান মেম্বার, কমিউনিটি পুলিশিং ফোরামের দায়িত্বরত কর্মকর্তা এসআই মুনির, আওয়ামীলীগ নেতা মো: শফি উল্লাহ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুর আহামদ কোম্পানী, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, আওয়ামীলীগ নেতা ডা: সিরাজুল হক, সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম, বিজিবি স্কুল প্রধান শিক্ষক নুরুল বাশার।
উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আবদুস সাত্তারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বশির উদ্দিন, থানা জামে মসজিদের খতিব ফরিদুল আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন, মীর আহামদ প্রমুখ।
পাঠকের মতামত