ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৮/২০২৫ ৭:৫৮ এএম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং ও তার স্ত্রীর বিরুদ্ধে দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলা দু’টি দায়ের করা হয়। বীর বাহাদুর বান্দরবানের সাবেক এমপিও ছিলেন।

এজাহারে বলা হয়, তিনি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯ কোটি ১৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার নিজ নামের ১৩টি ব্যাংক হিসাবে ৩২ কোটি ১৬ লাখ টাকা জমা এবং ২৬ কোটি ২৪ লাখ টাকা উত্তোলনসহ মোট ৫৮ কোটি ৪০ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

স্ত্রীর বিরুদ্ধে মামলা:

সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিংয়ের স্ত্রী মে হ্লা প্রু এর বিরুদ্ধ ৩ কোটি ৩৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অহর্জনের অভিযোগে মামলা করা হয়। তার নামের ৬টি ব্যাংক হিসাবে ৬টি ব্যাংক হিসাবে ৯ কোটি ৩০ লাখ টাকা জমা এবং ৬ কোটি ২৮ লাখ টাকা উত্তোলনসহ মোট ১৫কোটি ৫৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করা হয়।

তাদের বিরুদ্ধে দমন কমিশন আইন-২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি করা হয়।

জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা হবে:

ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে পছন্দের কাজ দিয়ে সরকারি উন্নয়ন তহবিল ও গাজীপুর সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিল থেকে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাড়ে ৭ হাজার কোটি টাকা টাকা আত্মসাত ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। আজ সোমবার কমিশন এই মামলাটি দায়ের করবে।

প্রায় দেড় বছর আগে জাহাঙ্গীরের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে সিটি করপোরেশনের নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খোলেন এবং সেখান থেকে অর্থ উত্তোলন করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। গত ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত সময়ে ভুয়া হিসাবে সিটি করপোরেশনের নামে কয়েক কোটি টাকা জমা ও উত্তোলন করার তথ্য রয়েছে দুদকের কাছে।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক নারীর পা বিচ্ছিন্ন

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণের ...

কক্সবাজারে দুর্ঘটনার পর ট্রেন আটকে বিক্ষোভ, তদন্ত কমিটি গঠন

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে ...

ইউএনওর ‘স্বাক্ষর জাল করে নিয়োগ’, পদ হারালেন জামায়াত নেতা

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে জালিয়াতির অভিযোগ উঠেছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতের ...