প্রকাশিত: ২১/০৯/২০১৯ ৭:০৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক:
দল ও সরকারের ভাবমূর্তি ঠিক রাখতে দলকে আগাছামুক্ত করতে শুদ্ধি অভিযান শুরু হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘যত বড় নেতাই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজরা সাবধান হয়ে যাও, শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে।’

শনিবার বিকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

কাদের বলেন, ‘শেখ হাসিনা ও তার সরকার এদেশের জনগণের সাথে রয়েছে। বিশেষ করে টেকনাফবাসী যারা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তাদের পাশে শেখ হাসিনা রয়েছেন।’

‘‘বিএনপি আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে বিদেশে বসে সরকারকে হটানোর চেষ্টা করছে। গত দু বছরে তারা দেশের বিরুদ্ধে বিদেশে বিভিন্ন রকম নালিশ করলেও রোহিঙ্গা ইস্যুতে কোনো কথা বলেনি। এখন তারা মিয়ানমারের হাতে অজুহাতের অস্ত্র তুলে দিচ্ছে রোহিঙ্গাদের না ফেরাতে।’’

রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত কিছু এনজিওকেও সতর্ক করে তিনি বলেন, ‘দেশের বিরুদ্ধে কাজ করলে, তাদের অবস্থা ভালো হবে না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে কক্সবাজারে আজ থেকে শুরু হওয়া প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে ঢাকার বাইরের সম্মেলন শুরু হয়েছে।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ প্রতিমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা প্রতিনিধি সম্মেলনে কক্সবাজার জেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

পাঠকের মতামত

প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্বজনের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ দেশে ফিরেছে একটি কফিনে ...

ছেলের বিয়েতে আ.লীগ নেতা, গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ে কেন্দ্র করে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে গ্রেফতারের ...

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...