প্রকাশিত: ১৭/০৯/২০২১ ৯:২৪ এএম

মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে মালবাহী একটি জাহাজ বঙ্গোপসাগরে ডুবে গেছে। এতে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকা লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে সেন্টমার্টিনের নাইক্ষ্যংদিয়া এলাকায় মালবাহী জাহাজটি সাগরে ডুবে যায়। এ সময় কোস্ট গার্ডের তৎপরতায় সেখানে থাকা মাঝিমাল্লাদের উদ্ধার করা হয়।

বন্দর ব্যবসায়ীরা জানান, মিয়ানমার থেকে আসার পথে মাঝ সাগরে পণ্যবাহী একটি জাহাজ ডুবে যায়। সেখানে কফি, আচার, কাপড় ও কসমেটিকসহ বিভিন্ন পণ্যের প্রায় দুই হাজার বস্তা মালামাল ছিল। এগুলো টেকনাফের স্থলবন্দর ব্যবসায়ী ফারুক, সাদ্দাম, শামসু, সেলিম ও মাসুমের।

এ বিষয়ে টেকনাফ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, ‘বন্দরে আসার পথে মালবাহী জাহাজটি ডুবে যায়। একইদিন কাঠের একটি ট্রলার মিয়ানমারে বিজিপি ধরে নিয়ে গেছে। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ডপোর্ট ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন চৌধুরী বলেন, ‘জাহাজে থাকা কিছু মালের বস্তা উদ্ধার করা হয়েছে। তবে সেখানে কত বস্তা মালামাল ছিল বলা যাচ্ছে না।’

টেকনাফ শাহপরীর দ্বীপ স্টেশন কমান্ডার আসলাম সাহেব বলেন, ‘সাগরে জাহাজ ডুবে যাওয়ার খবরে ঘটনাস্থলে পৌঁছে পাঁচ মাঝিমাল্লাকে উদ্ধার করে বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বিজিপি কাঠের ট্রলার ধরে নিয়ে যাওয়ার বিষয়টি কেউ অবহিত করেনি। বাংলাট্রিবিউন

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...