উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০৯/২০২৪ ৬:০৩ পিএম , আপডেট: ১৪/০৯/২০২৪ ৬:২৫ পিএম

কক্সবাজার টেকনাফের হ্নীলা রঙ্গীখালী এলাকার আবছার উদ্দিন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায় সে মৃত্যুবরণ করেন বলে জানা গেছে। মৃত আবছার উদ্দিন রংগীখালী লামার পাড়া গ্রামের মোহাম্মদ হোছনের ছেলে ও হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে সদ্য সমাপ্ত এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কক্সবাজার সরকারি কলেজে স্নাতকোত্তর বিভাগে আবেদন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গেল ৮ সেপ্টেম্বর কক্সবাজার থেকে পাসপোর্টে অফিসের ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে উখিয়া কুতুপালং এলাকায় পৌঁছলে হঠাৎ একটি ছেলে গাড়ির সানে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাহার স্বজনদের কাছে খবর দিয়ে তাৎক্ষণিক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে তাহার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। আজ দশ ঘটিকার সময় চিকিৎসা দিন অবস্থায় সে মৃত্যু বরণ করেন বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেন। লাশ হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছালে পরিবারের সিদ্ধান্তমতে জানাজা সম্পন্ন করে রঙ্গীখালী কেন্দ্রীয় কবরস্থানে দাপন করা হবে বলে জানা গেছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, একজন ছাত্রের অকাল মৃত্যুতে আমরা হ্নীলা বাসী গভীর ভাবে শোকাহত। তাহার বিদেহী আত্মা মাগফেরাত কামনা করছি।পাশাপাশি তার পরিবারে পিতা- মাতা যেন ছেলে মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করতে পারে সে কামনা করছি।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের নাগরিকসহ আটক দুই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার ...

উখিয়া সমিতির শোকসাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদ সওদাগরের দাফন সম্পন্ন

কক্সবাজারস্থ উখিয়া সমিতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছে যে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার ...