প্রকাশিত: ২০/০৮/২০১৬ ৪:০৪ পিএম

6a337094692637bfa11f0fbbccfbba90-57b8155c79523স্বনামধন্য মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর সম্পাদকীয় নীতি নিয়ে যতো বিতর্কই থাক না কেন, ওই প্রতিষ্ঠানের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলা কঠিন। কিন্তু সেই পেশাদারিত্বকে ছাপিয়ে  শুক্রবার এক মানবিক বোধ উঁকি দিয়েছিল সিএনএন-এর স্টুডিওতে। বিপন্ন মানবতার প্রতীক হয়ে ওঠা সিরীয় শিশু ওমরান দাকনিশের খবর পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন সেখানকার এক সংবাদ উপস্থাপক।
সিএনএন-এর শুক্রবারের যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুরের এক বুলেটিনের সময়কার ঘটনা।  সংবাদ উপস্থাপন করছিলেন কেট বোল্ডুয়ান। প্রসঙ্গ ছিল সিরিয়া। সংবাদটি আলেপ্পোতে যুদ্ধবিরতির তথ্য দিয়ে শুরু হয়… প্রতিবেদকের ভয়েস ওভারের পাশাপাশি  টেলিভিশন স্ক্রিনে দেখা যায় ওমর ডাকনিশকে কোলে করে একটি উদ্ধারকারী ক্যারাভানে তুলছেন একজন উদ্ধারকর্মী… ঠিক এই পর্যায়ে ব্যক্তিগত আবেগ গোপন করতে ব্যর্থ হন কেট বোল্ডুয়ান।
উল্লেখ্য, বুধবার (১৭ আগস্ট) আলেপ্পো শহরে সামরিক বাহিনীর বিমান হামলায় আহত শিশুদের একজন পাঁচ বছরের শিশু ওমরান দাকনিশের এক ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। ওই ছবিতে দেখা যায়, ওমরানের মাথা থেকে হাঁটু পর্যন্ত ধূলোতে ভরে গেছে। হামলায় ওমরান এতটা স্তব্ধ হয়ে পড়েছে যে তার কপাল থেকে যে রক্ত ঝরছে সেদিকে তার খেয়ালই নেই। ছবিটি ইন্টারনেটে ভাইরাল হয়। তুরস্ক উপকূলে ভেসে ওঠা সিরীয় শরণার্থী শিশু আয়লানের মতো ওমরানও যেন আরেক বিপন্ন মানবতার প্রতীক হয়ে ওঠে।
সেই ওমরানের প্রসঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কেট। বলেন, ‘যে বিষয়টি আমাকে সবচেয়ে হতভম্ব করেছে তা হচ্ছে, আমরা এখানে কাঁদছি, কিন্তু ওখানে কোনও কান্নাও নেই। সে একবারের জন্যও কাঁদেনি। ছেলেটা পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে।’ এইসব বলার সময় কেটের চোখ পানিতে পুরোপুরি ভরে ওঠে ও কণ্ঠস্বর বারবার কেঁপে যায়। এই উদ্ধার অভিযানে অন্তত তিনজন নিহত হওয়ার তথ্য জানানোর পর তিনি আর সংবাদ পাঠ অব্যহত রাখতে পারেননি।

‘ও ওমরান, ও বেঁচে আছে। আমরা আপনাদের জানাতে চাই’ বলে তখনকার মত খবর শেষ করেন কেট। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া
ভিডিও:

/বিএ/

পাঠকের মতামত

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হলেন মোহাম্মদ মুইজ্জো

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জো ভারত মহাসাগরের দেশ মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিরোধী দলীয় ...

ভিসানীতি কার্যকরের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন, আবারও জানালো যুক্তরাষ্ট্র

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের পথে বাধাদানকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসানীতি কার্যকরের ...

থাইল্যান্ডে বৌদ্ধভিক্ষুর বেশধারী ৭ বাংলাদেশি গ্রেপ্তার

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশে গতকাল রোববার সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা ইমিগ্রেশন-সংক্রান্ত যাচাই-বাছাই এড়াতে ...

বাংলাদেশে ভিসানীতি বাস্তবায়ন শুরু করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে ভিসানীতি বাস্তবায়ন শুরু করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার পেছনে দায়ী ব্যক্তিদের ...