সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২৭/১০/২০২৫ ২:১৯ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে জমে উঠেছে আলোচনা। ঐতিহ্যবাহী ‘লক্ষ্মী আসন’ হিসেবে পরিচিত এই এলাকায় দৃষ্টি এখন কেন্দ্রীয় হাইকমান্ডের সিদ্ধান্তে। মনোনয়নপ্রত্যাশী হিসেবে বিবেচনায় রয়েছেন চার নেতা—জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ এবং সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ সালাহ উদ্দিন।

২৬ অক্টোবর ঢাকায় বিএনপির গুলশান কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট বার্তা দেন,মনোনয়ন দেব একজনকে, কিন্তু নির্বাচনে কাজ করবেন সবাই। দলের বিপর্যয় যেন না ঘটে,এটাই আমার প্রত্যাশা।

তারেক রহমানের এই বার্তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে উখিয়া–টেকনাফের চারবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেতা শাহজাহান চৌধুরী বলেন,আমরা সবাই প্রতিশ্রুতি দিয়েছি,যাকে দল মনোনয়ন দেবে, আমরা সবাই তার পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবো। কেউ যেন উল্লাসে না মেতে ওঠে, আতশবাজি না ফোটায়, কিংবা প্রার্থী ঘোষণা নিয়ে বিভাজন সৃষ্টি না করে। কারণ ব্যক্তি নয়, দলই আমাদের শক্তি।
তিনি আরও বলেন, আমি কক্সবাজার জেলার নেতা-কর্মীদের বলবো—ধৈর্য ধরুন। তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের কলা-কৌশল মাঠে চালিয়ে যাবো। বিএনপির ঐক্যই আগামী নির্বাচনের মূল শক্তি।

মনোনয়ন বোর্ডে চমক সরওয়ার জাহান চৌধুরী

দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তে এবার মনোনয়ন বোর্ডে ডাকা হয় উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরীকে,যিনি কখনো আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেননি। ফলে তাকে ডাকা বিএনপির ভেতরে এক প্রকার চমক হিসেবেই দেখা হচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারী সরওয়ার ১৯৯৮ সালে উখিয়া উপজেলা বিএনপির সদস্য হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন। ২০০৯ সালে সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে টানা চারবার সভাপতি নির্বাচিত হয়ে বর্তমানে তিনি উখিয়া উপজেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন।
২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি তৎকালীন এমপি শাহীন বদির ভাই হুমায়ূন কবির চৌধুরীকে প্রায় ২৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে রাজনৈতিক মামলার চার্জশীটভুক্ত হওয়ায় পদচ্যুত হন।
২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আন্দোলন–সংগ্রামে লড়াকু ও নির্যাতিত নেতা হিসেবে তিনি দলের ঘরে ঘরে পরিচিত।

‘লক্ষ্মী আসন’-এ কে পাবেন বিএনপির প্রতীক

স্বাধীনতার পর থেকে এই আসন থেকে যে দলের প্রার্থী বিজয়ী হয়েছেন, সরকার গঠন করেছে সেই দলই,এই সূত্র অক্ষরে অক্ষরে মিলে গেছে বারোটি নির্বাচনে।
এই আসনের সবচেয়ে আলোচিত নাম বিএনপির শাহজাহান চৌধুরী—চারবারের সংসদ সদস্য, একবার জাতীয় সংসদের হুইপ, একাধিক সংসদীয় স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান। অর্ধশতাব্দীর রাজনৈতিক জীবনে তিনি আটবার প্রার্থী হয়ে চারবার বিজয়ী হয়েছেন।দীর্ঘ অভিজ্ঞতা, সাংগঠনিক প্রভাব ও মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতার কারণে তিনি এখনো বিএনপির শক্ত ভিত্তির প্রতীক হিসেবে বিবেচিত।

অন্যদিকে জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহও মনোনয়নের দৌড়ে রয়েছেন। তিনি সংগঠনের ভেতরে তরুণ নেতৃত্বের প্রতিনিধি হিসেবে নিজেকে তুলে ধরছেন। পাশাপাশি আইনজীবী ও রাজনৈতিক মহলে পরিচিত অ্যাডভোকেট মোহাম্মদ সালাহ উদ্দিনও কেন্দ্রে প্রার্থী হিসেবে বিবেচনায় আছেন।

উখিয়া–টেকনাফ: রাজনৈতিক তাপমাত্রা বাড়ছে

বিএনপি এবার উখিয়া–টেকনাফ আসনের প্রার্থী নির্ধারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সীমান্ত নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, অপহরণ, মানবপাচার ও ইয়াবা কারবারসহ নানা ইস্যুতে এই আসনটি জাতীয় রাজনীতিরও গুরুত্ব বহন করছে। স্থানীয়ভাবে নেতাকর্মীদের মধ্যে বৈঠককে ঘিরে দেখা যাচ্ছে তিন ধরনের প্রতিক্রিয়া—উৎসাহ, আশা ও উৎকণ্ঠা। কেউ ঢাকায় যাচ্ছেন, কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণায় ব্যস্ত, আবার কেউ অপেক্ষা করছেন কেন্দ্রের সিদ্ধান্তের।

পাঠকের মতামত

কক্সবাজার শহর থেকে সেন্টমার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ

কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ। আইনগত বিধি নিষেধ থাকায় উখিয়ার ...

উখিয়ায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং উত্তর সোনারপাড়া এলাকার রেজুখাল থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্র শাহীন সরওয়ার ফরহাদের ...

কক্সবাজারে পিক-আপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের চকরিয়ায় পন্যবাহী একটি পিক-আপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাদারীপুরের দুই পর্যটক যুবক ...