প্রকাশিত: ০১/১১/২০২১ ৯:৩৪ এএম

কক্সবাজারের টেকনাফে শপিং ব্যাগের ভেতর থেকে ১০ হাজার ইয়াবাসহ মো. তৈয়ুব (৩৩) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‍্যাব-১৫।

রবিবার বিকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি উখিয়া কুতুপালং ০১নং ক্যাম্পের ব্লক-ডি এর বাসিন্দা মৃত ইউনুসের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

তিনি বলেন, ইয়াবার বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউপি কানজর পাড়া এলাকায় র‍্যাবের একটি দল অভিযানে যায়। পরে র‌্যাব সদস্যদের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। উপস্থিত স্বাক্ষীদের সামনে আটকের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।

পাঠকের মতামত

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...