প্রকাশিত: ১১/০৫/২০১৬ ৯:০৮ পিএম

mail.google.comনিজস্ব প্রতিনিধি,লামাঃ
বান্দরবানের লামা উপজেলায় দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলো, বীরেন্দ্র ত্রিপুরা- (৩৮), হ্যাবল ত্রিপুরা (২৫) ও হরিস চন্দ্র ত্রিপুরা (৩৮)। ১০ মে মঙ্গলবার গভীর রাতে যৌথ বাহিনীর সহযোগিতায় লামা থানার সেকেন্ড অফিসার এসআই জাহিদ নুর সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দুর্গম পল্লী আলিয়াং ঝিরি থেকে আগ্নেআস্ত্রসহ এ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করে। পুলিশ জানায় এ তিনজন কলা ব্যবসায়ী বসন্ত বড়–য়া হত্যা মামলার অভিযুক্ত আসামী। প্রসঙ্গত: রুপুসীপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দরদরী বড়ুয়াপাড়ার বাসিন্দা তেজেন্দ্র বড়ুয়ার ছেলে বসন্ত বড়ুয়া (৪০) গত ১ লা মে কলা কেনার জন্য দুর্গম পাহাড়ি নাইক্ষ্যং মুরুংপাড়া এলাকায় গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর ৪ মে রাতে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি নাইক্ষ্যং মৌজার রঞ্জুমুরা পাড়ার অদূরে বাঘঝিরি থেকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বসন্ত বড়–য়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই সুমেধু বড়–য়া বাদী হয়ে ৩০২ ধারায় হত্যা মামলা করে। গোয়েন্দা তৎপরতায় হত্যাকারী ও তাদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ এ তিন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন বলে জানিয়েছেন। ধৃতরা ওই  হত্যার ঘটনা ঘটিয়েছে এবং এর সাথে আরো কয়েকজন জড়িত রয়েছে মর্মে স্বাকারোক্তি দেয় বলে পুলিশ জানায়।

পাঠকের মতামত

রো‌হিঙ্গা নারীদের জন্য চীনের দেড় মিলিয়ন ডলার অনুদান

বাংলাদেশে আশ্রিত নারী রো‌হিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যবিধি উন্নয়নে ১.৫ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান দি‌য়েছে চীন। বাংলাদেশি ...

ক্যাম্পে রোহিঙ্গার হাতে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, আটক ৩

বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রধারী দুই রোহিঙ্গা নাগরিকসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১৫। উখিয়ার কুতুপালং ক্যাম্প এলাকা থেকে ...

কক্সবাজার-১ আসন: এমপি জাফর আলমের বিরুদ্ধে লড়বেন তাঁরই একমাত্র ছেলে

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বর্তমান সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা ...