প্রকাশিত: ১৭/০৬/২০২০ ১:০৮ পিএম

ভারত-চীন সীমান্তের লাদাখে মুখোমুখি সংঘর্ষে ভারতের একজন কর্নেলসহ অন্তত ২০ সেনাসদস্য নিহত হয়েছে। মঙ্গলবার ভারতের সরকারি একটি সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদসংস্থা এএনআই।
এএনআই জানায়, লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সৈন্যদের মাঝে শারীরিক সংঘর্ষের সময় এ প্রাণহানির ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলেও এএনআই জানিয়েছে। অপর এক প্রতিবেদনে এএনআই জানায়, লাদাখের সংঘর্ষে চীনের অন্তত ৪৩ সৈন্য হতাহত হয়েছে।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সৈন্যরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা শারীরিক সংঘাতে রূপ নেয়। এ সময় ইট-পাথর নিক্ষেপ এবং লাঠি নিয়ে উভয় পক্ষের সৈন্যরা সংঘাতে জড়ায়।

অন্যদিকে ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে সীমান্ত অতিক্রম করে চীনা ভূখণ্ডে প্রবেশের অভিযোগ এনেছে বেইজিং। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝ্যাও লিজিয়ান বলেন, ভারতীয় সৈন্যরা সোমবার অন্তত দুইবার সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশের পর চীনা কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে। এ কারণে দু’পক্ষের সৈন্যদের মধ্যে গুরুতর শারীরিক সংঘাত হয়েছে।
তিনি আরো বলেন, আমরা আবারো আন্তরিকভাবে অনুরোধ করছি, বর্তমান দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে ভারত তাদের সম্মুখসারির সৈন্যদের সংযত করবে। সূত্র- এনডিটিভি, এনএনআই।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...