প্রকাশিত: ১২/০৬/২০১৭ ৩:৩৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
বন্দর নগরীতে গতকালও মাঝারি বৃষ্টি হয়েছে। অতিরিক্ত গরমের মাঝে এই বৃষ্টি স্বস্তি আনলেও রয়েছে জলাবদ্ধতার আতঙ্ক। সম্প্রতি ঘূর্ণিঝড় মোরার ক্ষত শুকিয়ে উঠতে না উঠতেই উত্তর বঙ্গোপসাগরে আবারো লঘুচাপের সৃষ্টি হয়েছে এবং এটি আরো ঘনীভূত হয়েছে। লঘুচাপের প্রভাবে বৃষ্টির পাশাপাশি নগরীর নিম্নাঞ্চলের কোনো কোনো এলাকায় জোয়ারের পানি উঠার খবর পাওয়া গেছে। এছাড়া লঘুচাপের ফলে উপকূলে ফের সাইক্লোন আতংক দেখা দিয়েছে।
বর্ষা মৌসুম এলেই প্রতিবছর নগরীর অনেক নিম্নাঞ্চল জোয়ারের পানিতে নিয়মিত ডুবে থাকে। একটু বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতার। গতবছরের তুলনায় এবার শুরু থেকেই পানিতে ডুবে ছিল নগরী। ঘূর্ণিঝড় মোরার পর ভারী বর্ষণে নগরীর বেশিরভাগ এলাকাই কয়েকদিন ধরে কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর পানিতে নিমজ্জিত ছিল। তাই বঙ্গোসাগরে কোনো ঘূর্ণিঝড় উঠার সংকেত থাকলেই আতঙ্কে থাকে নগরীর নিম্নাঞ্চলসহ বেশিরভাগ মানুষ। গতকাল আবহাওয়ার খবরে বলা হয়েছে, ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় বস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। ক্রমশ উত্তাল হয়ে উঠেছে সাগর। লঘুচাপের কারণে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে ভারীবর্ষণ ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
মহেশখালী উপকূলে ফের সাইক্লোন আতংক: আমাদের মহেশখালী প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড় ‘মোরার’ ধকল কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আবার নতুন করে লঘুচাপ সৃষ্টি হওয়ায় ফের উপকূল জুড়ে সাইক্লোন আতংক দেখা দিয়েছে। মহেশখালীর জেলে পলহ্মীতে এখনো চলছে স্বজন হারানো আর্তনাদ। মোরার কবলে পড়ে এখনো ৫০ জন জেলে নিখোঁজ রয়েছে। এর মধ্যে অনেক জেলে পুনরায় সাগরে মাছ ধরতে গেছে। তাদের পরিবার পরিজন রয়েছে চরম শঙ্কায়।

পাঠকের মতামত

কক্সবাজারে প্রধান উপদেষ্টার সহকারি প্রেস সচিব বর্তমান সরকারের সমালোচনা করুন মন খুলে

‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মন খুলে সমালোচনা করা যাবে। প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস নিজেই ...