প্রকাশিত: ২২/০৫/২০২১ ৫:১৯ পিএম

এম ফেরদৌস ( উখিয়া)
উখিয়া উপজেলা প্রশাসনের অভিযানে সরকার ঘোষিত লকডাউন ও বিধিনিষেধ অমান্য করায় ছয় রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

শনিবার (২২ মে) জামতলী বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, সরকার ঘোষিত রোহিঙ্গা ক্যাম্প লকডাউন ও রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বের হওয়ার বিধিনিষেধ প্রতিপালনের অংশ হিসেবে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক পরিচালিত অভিযানে জামতলী বাজার সংলগ্ন এলাকা হতে ছয়জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। তারা সকলেই ক্যাম্পের বাসিন্দা। তাদেরকে আটক করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

তাদেরকে কাজে নিয়োগ করা ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকের মতামত

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...

বাংলাদেশি পাসপোর্টে রোহিঙ্গা সুন্দরী তৈয়বার মালয়েশিয়ায় ‘বিয়ে বাণিজ্য’

১৯৯৭ সালে মিয়ানমারের মংডু থেকে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আশ্রয় ...