প্রকাশিত: ২৯/১০/২০১৯ ২:২৪ পিএম

কক্সবাজারের আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তার পাশাপাশি এ সঙ্কটের দ্রুত সমাধানে আরও কার্যকর উদ্যোগ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

সোমবার (২৮ অক্টোবর) রোমে বিশ্ব খ্যাদ্য সংস্থার (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক ডেভিড ব্যাসলির সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। মঙ্গলবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ ও ডব্লিউএফপির মধ্যকার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তার পাশাপাশি মিয়ানমারে তাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে ডব্লিউএফপির আরও বেশি ভূমিকা রাখা দরকার।

এর আগে গত সপ্তাহে একটি প্রতিনিধি দলসহ বাংলাদেশ সফর করেন ডব্লিউএফপির নির্বাহী বোর্ডের সভাপতি রাষ্ট্রদূত হিশাম মোহাম্মদ বদর। সে সময় বোর্ড সভাপতি এবং প্রতিনিধি দলের সব সদস্য রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের যে মানবিকতার পরিচয় দিয়েছে তার প্রশংসা করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন। জরুরি ভিত্তিতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর কঠোর চাপ প্রয়োগের ওপর জোর দেন তিনি।

রোহিঙ্গা সঙ্কট দ্রুত সমাধানের জন্য ডব্লিউএফপি যথাসাধ্য চেষ্টা করবে বলে বৈঠকে সংস্থাটির নির্বাহী পরিচালকের পাশাপাশি নির্বাহী বোর্ডের সভাপতি পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেন।

পাঠকের মতামত

মিয়ানমারের নাগরিকদের ‘অস্থায়ী অভিবাসন সুবিধা’ বাতিল করছে যুক্তরাষ্ট্র

টেম্পোরারি প্রোটেকটেড স্ট্যাটাস’ (টিপিএস) কর্মসূচির আওতায় মিয়ানমারের নাগরিকদের জন্য চলমান ‘অস্থায়ী অভিবাসন সুবিধা’ (টিপিএস) বাতিলের ...

শান্তি চুক্তিতে রাজি না হলে ইউক্রেনকে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে জানিয়েছে, ওয়াশিংটনের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি চুক্তির কাঠামোতে সম্মত না হলে কিয়েভকে গোয়েন্দা তথ্য ...

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা মুসলিমদের বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে। এই প্রস্তাবে, ...

মিয়ানমার-থাইল্যান্ডের ৫ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

অনলাইনে প্রতারণামূলক বিনিয়োগ কেলেঙ্কারি ও জোরপূর্বক শ্রমে জড়িত থাকার অভিযোগে বার্মা ও থাইল্যান্ডে অবস্থিত পাঁচ ...