প্রকাশিত: ২৪/০৮/২০১৭ ৭:২৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪০ পিএম

নিউজ ডেস্ক::
রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে গঠিত কমিশন আজ বৃহস্পতিবার চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে। মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াওয়ের কাছে এই প্রতিবেদন পেশ করবেন আনান নিজে। চূড়ান্ত প্রতিবেদন পেশ করার লক্ষ্যে বুধবার কফি আনান মিয়ানমারে পৌঁছেন। আনানের চূড়ান্ত প্রতিবেদন পেশের বিষয়ে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।

সূত্র জানায়, রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাতিসংঘের সাবেক মহাসচিব আনানের নেতৃত্বে ৯ সদস্যের গঠিত কমিশন কাজ করছে। এটা আনান কমিশন নামে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। এই কমিশনের অন্তর্বর্তী একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। তবে কমিশনের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছিল, তারা এ বিষয়ে একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে। প্রতিবেদনটি মিয়ানমার সরকার ও জাতিসংঘের কাছে পেশ করা হবে। সে অনুযায়ী এই চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছে আনান কমিশন। মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াওয়ের কাছে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন আনুষ্ঠানিক পেশ করবেন জাতিসংঘের সাবেক মহাসচিব আনান। চূড়ান্ত প্রতিবেদন পেশের জন্য বুধবার তিনি মিয়ানমারে পৌঁছেন।

পাঠকের মতামত

প্রকাশ্যে নামাজ পড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেফতার

ভারতের উত্তর প্রদেশে মীরুটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় নামাজ আদায়ের অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেফতার ...

বাংলাদেশ হয়ে রাখাইন রাজ্যে সহায়তা পাঠাতে চায় জাতিসংঘ

মিয়ানমারের রাখাইন রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ায় সেখানে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছে জাতিসংঘ। সংস্থাটি বাংলাদেশকে ...

আওয়ামী লীগের প্রায় ৪৫ হাজার নেতাকর্মী এখন ভারতে অবস্থান করছেন: গৌতম লাহিড়ী

বিশিষ্ট প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন,সম্প্রতি ভারতের দিল্লির প্রেস ক্লাব ...