প্রকাশিত: ২৪/০৮/২০১৭ ৭:২৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪০ পিএম

নিউজ ডেস্ক::
রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে গঠিত কমিশন আজ বৃহস্পতিবার চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে। মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াওয়ের কাছে এই প্রতিবেদন পেশ করবেন আনান নিজে। চূড়ান্ত প্রতিবেদন পেশ করার লক্ষ্যে বুধবার কফি আনান মিয়ানমারে পৌঁছেন। আনানের চূড়ান্ত প্রতিবেদন পেশের বিষয়ে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।

সূত্র জানায়, রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাতিসংঘের সাবেক মহাসচিব আনানের নেতৃত্বে ৯ সদস্যের গঠিত কমিশন কাজ করছে। এটা আনান কমিশন নামে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। এই কমিশনের অন্তর্বর্তী একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। তবে কমিশনের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছিল, তারা এ বিষয়ে একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে। প্রতিবেদনটি মিয়ানমার সরকার ও জাতিসংঘের কাছে পেশ করা হবে। সে অনুযায়ী এই চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছে আনান কমিশন। মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াওয়ের কাছে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন আনুষ্ঠানিক পেশ করবেন জাতিসংঘের সাবেক মহাসচিব আনান। চূড়ান্ত প্রতিবেদন পেশের জন্য বুধবার তিনি মিয়ানমারে পৌঁছেন।

পাঠকের মতামত

মিয়ানমারের বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়ার সম্ভাবনা কম : ইইউ

সামরিক শাসিত মিয়ানমারে অনুষ্ঠিতব্য নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনও পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের। কারণ এই নির্বাচন ...

‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে ...