প্রকাশিত: ২৪/০৮/২০১৭ ৭:২৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪০ পিএম

নিউজ ডেস্ক::
রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে গঠিত কমিশন আজ বৃহস্পতিবার চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে। মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াওয়ের কাছে এই প্রতিবেদন পেশ করবেন আনান নিজে। চূড়ান্ত প্রতিবেদন পেশ করার লক্ষ্যে বুধবার কফি আনান মিয়ানমারে পৌঁছেন। আনানের চূড়ান্ত প্রতিবেদন পেশের বিষয়ে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।

সূত্র জানায়, রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাতিসংঘের সাবেক মহাসচিব আনানের নেতৃত্বে ৯ সদস্যের গঠিত কমিশন কাজ করছে। এটা আনান কমিশন নামে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। এই কমিশনের অন্তর্বর্তী একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। তবে কমিশনের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছিল, তারা এ বিষয়ে একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে। প্রতিবেদনটি মিয়ানমার সরকার ও জাতিসংঘের কাছে পেশ করা হবে। সে অনুযায়ী এই চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছে আনান কমিশন। মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াওয়ের কাছে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন আনুষ্ঠানিক পেশ করবেন জাতিসংঘের সাবেক মহাসচিব আনান। চূড়ান্ত প্রতিবেদন পেশের জন্য বুধবার তিনি মিয়ানমারে পৌঁছেন।

পাঠকের মতামত

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...

বৈশ্বিক অনুদান কমায় রোহিঙ্গা শিশুদের পড়ালেখার ক্ষতি হচ্ছে

বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিশু শিক্ষার পরিস্থিতি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান ...

যে কারনে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প

এবার ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পাবলিকান আইনপ্রণেতা ...