প্রকাশিত: ৩০/০৬/২০১৮ ৭:৪৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৩ এএম

বিদেশ ডেস্ক ::
বাংলাদেশ সফরকালে রোহিঙ্গা সংকট দেখতে কক্সবাজার সফরে আসছেন যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড ও লিঙ্গসমতা বিষয়ক যুক্তরাজ্যের বিশেষ দূত জোননা রোপার। এছাড়া বাংলাদেশে নারী শিক্ষা বিষয়ে আলোচনা করতে কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠকও করবেন তারা। শুক্রবার (২৯ জুন) ঢাকায় যুক্তরাজ্য দূতাবাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে দেওয়া বিবৃতিতে রোহিঙ্গাদের প্রতি সহযোগিতা বাড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ষাকাল শুরু হওয়ায় দেশটি রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য ইতোমধ্যে ১২ কোটি ৯০ লাখ পাউন্ড অর্থ সহায়তা দিয়েছে। সাধারণত মানবিক সংকটের লৈঙ্গিক দিক অনেক সময় অগ্রাহ্য করা হয়। বিষয়টি নিয়ে জোয়ান্না রোপার কক্সবাজারের শরণার্থী শিবিরে নারীদের নিরাপদ অবস্থান, ত্রাণ কর্মী ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে কথা বলবেন। তিনি এই সংকট নারী ও কন্যা শিশুদের কীভাবে আক্রান্ত করে বোঝার চেষ্টা করবেন।

রোহিঙ্গা সংকট ছাড়াও বাংলাদেশে নারী ও কন্যা শিশুদের শিক্ষার বিষয়ে কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীর সঙ্গে আরও বিস্তারিত আলোচনা করবেন ব্রিটিশ প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড ও জোয়ান্না রোপার। সফরের আগে প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড বলেছেন, বাংলাদেশ বড় ধরনের মানবিক সংকট মোকাবিলা করছে, যা তার নিজের সৃষ্ট নয়। তাই শরণার্থী ও স্থানীয় জনগণের জন্য বিশেষভাবে এই বর্ষাকালে সাহায্য প্রয়োজন। এজন্য বাংলাদেশের সঙ্গে কাজ করা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ।

মার্ক ফিল্ড আরও বলেন, ‘১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীদের স্বাগত জানানোর জন্য আমরা বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দারুণভাবে কৃতজ্ঞ। যুক্তরাজ্যের সহায়তা কীভাবে এসব মানুষের জীবনকে উন্নত করতে পারে আমি সেই বিষয়টির দিকে নজর রাখবো’।

লিঙ্গ সমতা বিষয়ক ব্রিটিশ বিশেষ দূত জোয়ান্না রোপার বলেছেন, আন্তর্জাতিকভাবে লৈঙ্গিক সমতাকে সমর্থন করার ক্ষেত্রে নেতৃ্ত্ব দিতে যুক্তরাজ্য দৃঢ় প্রতিজ্ঞ। এই ধরনের মানবিক সংকটে প্রায়ই নারী ও কন্যা শিশুরা আক্রান্ত হয়ে থাকে। তারা যৌন সহিংসতায় আক্রান্ত হওয়ার পাশাপাশি শিক্ষা থেকেও বঞ্চিত হয়। তাই কোনওভাবেই তাদের অবজ্ঞা করার সুযোগ নেই।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে

শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ...

সেন্টমার্টিন যেতে রেজিস্ট্রেশন: সিদ্ধান্ত হয়েছিল বিগত আ.লীগ সরকারের আমলে

সেন্টমার্টিন যেতে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ...

উখিয়ায় কেন্দ্রীয় ফেমাস সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

কক্সবাজারের ঐতিহ্যবাহি সামাজিক সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় ফেমাস সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার ( ৬ ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দ্রুতগতির বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশের দোহাজারী পৌরসভার দেওয়ানহাট পুয়া ফকির মাজার সংলগ্ন এলাকায় দ্রুতগতির যাত্রীবাহী বাসের ...