
উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের উখিয়া-টেকনাফের বাইরে ছড়িয়ে পড়া ঠেকাতে মাঠে নেমেছে কক্সবাজার জেলা প্রশাসন। রোরবার পর্যন্ত জেলায় ৪টি চেকপোস্ট চালু করা হয়েছে।
এর মাঝে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোড, টেকনাফ রোডের মিঠাছড়ি ও উখিয়া বাজারে তিনটি চেকপোস্ট চালু হয়েছে। মেরিন ড্রাইভ সড়কের চেকপোস্টটি সোমবার (১১ সেপ্টেম্বর) থেকে চালু করা হবে।
রোহিঙ্গা ইস্যুতে খোলা কন্ট্রোল রুমের মুখপাত্র অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা উখিয়া-টেকনাফের বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে বলে আমরা জানতে পেরেছি। ইতোমধ্যে অনেকেই বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন। তাই রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া ঠেকাতে চারটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে পুলিশ, আনসার, জেলা প্রশাসনের সমন্বিত টিম কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া রোববার উখিয়া বাজারে একটি ত্রাণ নিয়ন্ত্রণকেন্দ্র চালু করা হয়েছে। যারা ত্রাণ দিতে আসবেন তারা এখানে যোগাযোগ করে তা দিয়ে যাবেন। প্রশাসন নিয়মতান্ত্রিকতার মাধ্যমে তা বিপন্ন রোহিঙ্গাদের মাঝে সরবরাহ করা হবে। গত কয়েকদিনে সাংগঠনিকভাবে বা ব্যক্তিগত উদ্যোগে দিতে আসা ত্রাণ নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এতে ব্যক্তিগতভাবে বা সংগঠন-প্রতিষ্ঠানের ব্যানারে আর কেউ ক্যাম্প পর্যায়ে গিয়ে রোহিঙ্গাদের ত্রাণ দিতে পারবে না।
এডিএম খালেদ মাহমুদ আরও জানান, কক্সবাজার জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুসারে, আর্থিক সহায়তা দিতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান-সংগঠনকে জেলা প্রশাসন, কক্সবাজার কর্তৃক খোলা নিম্নোক্ত হিসাব নম্বর-
Account name : Humanitarian Assistance to the Myanmer Citizen Illegally Migrated (Rohingya).
C/A no : 33024625.
Sonali Bank Limited
Cox’s Bazar Branch
Cox’s Bazar, Bangladesh.
অথবা ত্রাণ সহায়তার জন্য : দুর্যোগ ও ত্রাণ শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার।
ফোন নম্বর: ০৩৪১-৬৩২০০
ফ্যাক্স-অফিস: ০৩৪১-৬৩২৬৩ (অফিস)
ই-মেইল: [email protected]তে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
এখন থেকে সরাসরি ব্যক্তি ও প্রতিষ্ঠান-সংগঠনের মাধ্যমে ত্রাণসামগ্রী দেয়া যাবে না। ব্যক্তি ও প্রতিষ্ঠান-সংগঠনের দেয়া ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা কক্সবাজারের জেলা প্রশাসকের নেতৃত্বাধীন জেলা কমিটি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (উখিয়া ও টেকনাফ) নেতৃত্বাধীন উপজেলা কমিটি রোহিঙ্গাদের মাঝে বিতরণ করবে।
পাঠকের মতামত