প্রকাশিত: ০৫/১১/২০২১ ১০:০৬ এএম

টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকা থেকে অস্ত্রসহ ২ জনকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

বুধবার (৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মোহাম্মদ নুর (৩৭) ও মোহাম্মদ জোবায়ের (১৯)।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) তারিকুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, স্থানীয় সন্ত্রাসী খালেক গ্রুপের ৭/৮ জন সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিয়ে ক্যাম্পের আই ব্লকস্থ কবরস্থানের পাশে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে নয়াপাড়া ক্যাম্পের সহকারী পু্লিশ সুপার (এএসপি) মো. তারেক সেকান্দারের নেতৃত্বে অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি একনলা বন্দুক ও ২টি স্টিলের চাকু উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, অনুসন্ধানকালে জানা যায়, উভয় সন্ত্রাসী খালেক গ্রুপের সক্রিয় সদস্য। এছাড়াও তারা নয়াপাড়া ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি ও আইনশৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে

পাঠকের মতামত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বৃষ্টির ফোটায় পুরো পিচ্ছিল : দুর্ঘটনা ও দীর্ঘ যানজট

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক থেকে ঝরে পড়া মাটির প্রলেপের উপর বৃষ্টি পড়ায় পিচ্ছিল হয়ে গেছে । ...

সেন্টমার্টিনে “পরিবেশ সংরক্ষণে পর্যটনের ভুমিকা” শীর্ষক কর্মশালা

কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব খানের সঞ্চালনায় সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের হল রুমে “পরিবেশ সংরক্ষণে পর্যটনের ...