উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/১০/২০২২ ১১:২০ পিএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দ হোসেন (২৩) নামের এক রোহিঙ্গা যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। হোসেন ১৯ নম্বর থাইংখালী তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের মৃত জামিল হোসেনের ছেলে।

দুর্বৃত্তরা তাকে গুলি করে এবং গলা কেটে হত্যা করে বলে জানা গেছে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ কালের কণ্ঠকে বলেন, থাইংখালী তাজনিমারখোলা ক্যাম্প-১৯-এর এ-ব্লকে একটি দোকানের সামনে পাঁচ-ছয়জনের দুর্বৃত্ত সৈয়দ হোসেনকে ছুরি দিয়ে গলা কেটে ও গুলি করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, দুর্বৃত্তরা নিহতের বাবা জামিল হোসনকেও খুন করে। উক্ত খুনের মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য সৈয়দ হোসেন তৎপর ছিলেন। এই আক্রোশ থেকে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত। পুলিশ টহল জোরদারসহ খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
এর আগে গত শনিবার রাতে থাইংখালী ১৩ নম্বর তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ আনোয়ার ও ব্লক মাঝি মৌলভি মোহাম্মদ ইউনুসকে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ২০ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা করেছেন নিহত হেড মাঝি মোহাম্মদ আনোয়ারের ভাই। পরে আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে মামলায় এজাহারনামীয় চার আসামিকে আটক করেছে এপিবিএন।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...