প্রকাশিত: ১১/১০/২০১৭ ৭:৪৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৫ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::

দেশী-বিদেশী বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা করেছে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক। রোহিঙ্গাদের কলেরা টিকা খাওয়ানো কার্যক্রম উদ্বোধনসহ স্বাস্থ্য বিষয়ক নানা বিষয় নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক বলেন,রোহিঙ্গা ক্যাম্পে স্যানিটেশন এবং নলকুপ স্থাপন অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততার সাথে করতে হবে।এছাড়া ক্যাম্পে কর্মরত ডাক্তার ও নার্সদের স্বাস্থ্য সুরক্ষায় পর্যায়ক্রমে ডিউটি করার উপর গুরুত্বারোপ করেন।

এসময় তিনি আরও বলেন,বাংলাদেশে নানা সমস্যা থাকা সত্বেও প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে চরম সাহসিকতার পরিচয় দিয়েছে। বর্তমানে তাদের যাবতীয় সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। ফেরত না যাওয়া পর্যন্ত এসব সুবিধা অব্যাহত থাকবে।

রোহিঙ্গাদের নানা রোগ প্রতিরোধে মঙ্গলবার থেকে শুরু হয়েছে কলেরা টিকা খাওয়ানোর কার্যক্রম। দুই ধাপে ৯ লাখ রোহিঙ্গাকে কলেরা টিকা খাওয়ানো হবে।এর মধ্যে ১ম ধাপে খাওয়ানো হচ্ছে সাড়ে ৬ লাখ রোহিঙ্গাকে। ১ম ধাপ চলবে আগামি ১৫ অক্টোবর পর্যন্ত। এটি পরিচালনার জন্য উখিয়া উপজেলায় ১৫০টি ও টেকনাফ উপজেলায় ৬০টি টিকা কেন্দ্র খোলা হয়েছে। প্রতি কেন্দ্রে প্রতিদিন গড়ে ৫০০ জন রোহিঙ্গাকে ভ্যাকসিন খাওয়ানোর লক্ষ্যমাত্রা ঠিক করা হয়।

সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, স্বাস্থ্য মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, এমপি আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক ডা. এএম মজিবুলহক, কক্সবাজার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, ইউনিসেফ প্রতিনিধি, আইওএম প্রতিনিধি, ব্র্যাক এর প্রতিনিধি, সূচনা ফাউন্ডেশনের প্রতিনিধি, ডব্লিউএইচও’র প্রতিনিধি।

পাঠকের মতামত

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ...

রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরখাস্ত

এক রোহিঙ্গা নারীকে অবৈধভাবে নাগরিকত্ব সনদ দেওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ...