প্রকাশিত: ২৯/১০/২০১৭ ৮:১৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৪৩ এএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমার বাহিনীর নির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এতে কক্সবাজারের উখিয়া-টেকনাফ ও এর আশপাশের এলাকায় রোহিঙ্গা আতঙ্কে ভুগছে স্থানীয়রা।


শুক্রবার রাতে কক্সবাজারের উখিয়ার বালুখালী ১নং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নলকূপ বসানো নিয়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়ায় রোহিঙ্গারা। এতে স্থানীয় চার বাংলাদেশি আহত হন।

একই রাতে রামুর খুনিয়াপালং ইউনিয়নে আবদুল জব্বার নামে এক বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করে রোহিঙ্গা যুবক হাফেজ মোস্তফা। পরে হাফেজ মোস্তফাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেনের উপরও রোহিঙ্গারা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে হামলাকারী ছৈয়দ আহমদকে আটক করে পুলিশ।

এছাড়া গত দুই মাসে নতুন করে আসা রোহিঙ্গারা নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে দুই শতাধিক আহত হয়েছে বলেও জানা গেছে।

এরআগে গত বছরের ১৩ মে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে হামলা চালিয়ে আনসার কমান্ডারকে হত্যা করে অস্ত্র লুট করে নিয়ে গিয়েছিল রোহিঙ্গা সন্ত্রাসীরা।

এই বছরের শুরুর দিকে র‍্যাব নাইক্ষ্যংছড়ির জঙ্গলে দুই দফা অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছ থেকে আনসার ক্যাম্পের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করে। এসময় শীর্ষ ৪ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করে র‍্যাব।

স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, রোহিঙ্গাদের সুষ্ঠু সমাধানের মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা এখন জরুরি। তা না হলে আগামী দিনগুলোতে সংঘাত-সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে রোহিঙ্গারা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, নতুন করে আসা রোহিঙ্গাদের চাপে স্থানীয়রা কোণঠাসা হয়ে পড়েছে। এখানে দু-তিনশ’ পরিবারের গ্রাম ঘিরে হাজার হাজার রোহিঙ্গা পরিবার আবাস গড়ে তুলেছে। স্থানীয়রা বলতে গেলে সংখ্যালঘু হয়ে পড়েছে।

পুলিশের উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মার্মা জানিয়েছেন, পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গারা ক্যাম্পের ভেতরে বেকার দিন কাটাচ্ছে। প্রতিদিন অভিযোগ আসছে- রোহিঙ্গারা স্থানীয়দের গাছপালা কেটে ফেলেছে। স্থানীয়দের জায়গা দখল করে রোহিঙ্গারা ঘরবাড়ি নির্মাণ করছে।

তিনি বলেন, এনিয়ে স্থানীয় ও রোহিঙ্গাদের ভেতরে দিন দিন বিরোধ সৃষ্টি হচ্ছে। রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে প্রতিটি রোহিঙ্গা শিবিরের আলাদা পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন করা প্রয়োজন বলেও মনে করেন পুলিশের এই কর্মকর্তা। সুত্র:: পবরির্তন

পাঠকের মতামত

যেভাবে আটক করা হয় রোহিঙ্গা বিদ্রোহী আরসার প্রধান আতাউল্লাহকে

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ...

রোহিঙ্গা বিদ্রোহী আরসার প্রধান আতাউল্লাহ সহ ৬ জন আটক

নারায়ণগঞ্জে পাঁচ রোহিঙ্গা বিদ্রোহীসহ ৬ জন গ্রেফতার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান ...

কক্সবাজারে নামাজ পড়তে যাওয়ার পথে, দ্রুত গতির মোটরসাইকেল কেড়ে নিলো প্রাণ

কক্সবাজার শহরের কলাতলির ওশান প্যারাডাইজ হোটেলের সামনের প্রধান সড়কে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছেন। ...

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কিশোর-কিশোরীদের শেখার প্রতিফলন ইভেন্ট অনুষ্ঠিত

উখিয়ায় কিশোর-কিশোরীদের ক্লাব এবং ফ্যামিলি মেম্বারদের জন্য শেখার প্রতিফলন অনুষ্ঠান আয়োজন করেছে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ...

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ (৩০) ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর তাঁর স্ত্রী ...