প্রকাশিত: ২৮/০৩/২০২০ ৮:০৩ পিএম , আপডেট: ২৮/০৩/২০২০ ৮:০৫ পিএম
কোস্ট ট্রাষ্টের কর্মীরা ঘরে ঘরে গিয়ে রোহিঙ্গাদের মাঝে লিফলেট বিতরণ ও সচেনতামূলক দিক নিদের্শনা দিচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক::
উখিয়া -টেকনাফে ৩৪টি রোহিঙ্গা শিবির রয়েছে। এখানে বসবাস করছে এগার লাখের অধিক রোহিঙ্গা। অধিকাংশ রোহিঙ্গাদের শিক্ষা দীক্ষা নেই বললে চলে। প্রতিদিন ক্যাম্প অভ্যন্তরে থাকা দোকান গুলো চলছে আড্ডা।

বেশির ভাগ রোহিঙ্গারা করোনা ভাইরাস সম্পর্কে ধারনা নেই। কক্সবাজার জেলার হোস্ট কমিউনিটির পাশাপাশি রোহিঙ্গাদের সচেতন করতে লিফলেট বিতরন করেছেন বেসরকারি এনজিও সংস্হা কোস্ট ট্রাস্ট।

শনিবার সকালে উখিয়ার নয়টি রোহিঙ্গা ক্যাম্পের ১লাখ ৫০হাজার পরিবারের মাঝে ২লাখ ২৮ হাজার লিফলেট বিতরন করা হয়। লিফলেট গুলো রোহিঙ্গাদের বাড়ি বাড়ী গিয়ে দেওয়া হয়।

লিফলেট গুলো লিখা ছিল বার্মিজ ভাষায়। লিফলেট বিতরনের পাশাপাশি করোনা ভাইরাস থেকে বাঁচাতে সর্তক থাকার আহবান জানান। রোহিঙ্গা নর -নারীদের অযথা ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানান।

কোস্ট ট্রাষ্টের কর্মীরা ঘরে ঘরে গিয়ে রোহিঙ্গাদের মাঝে লিফলেট বিতরণ ও সচেনতামূলক দিক নিদের্শনা দেন। এছাড়া কক্সবাজার জেলার চারটি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ২লাখ ৯০ হাজার লিফলেট বিতরন করেন।

পাঠকের মতামত

এমএসএফ হাসপাতাল সরিয়ে নেওয়ার পরিকল্পনা : মানবিক সেবা নাকি নতুন দ্বন্দ্বের সূচনা?

উখিয়া উপজেলার দক্ষিণের গ্রাম গয়ালমারা। এখানেই দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক মানবিক সংস্থা এমএসএফ (Médecins Sans Frontières) ...