
উখিয়া নিউজ ডটকম::
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ত্রাণবাহী একটি ট্রাক খাদে পড়ে ৯জন নিহত হয়েছেন। আহত আরও কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। ট্রাকটি রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী আনা-নেয়ার কাজে ব্যবহৃত হচ্ছিল।
বান্দরবানের রেড ক্রিসেন্টের ইয়ুথ চিফ এ কে এম জাহাঙ্গীর জানান, ত্রাণবাহী ট্রাকটি নাইক্ষ্যংছড়ির চাকঢালা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
ট্রাকে শ্রমিকরা উখিয়া থেকে নাইক্ষ্যংছড়ি যাচ্ছিল। ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছে। বাকি ৪ জন মারা গেছে হাসপাতালে নেয়ার পর। আহতদের নাইক্ষ্যছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঠকের মতামত