প্রকাশিত: ০৪/১০/২০১৭ ৯:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪১ পিএম

ঢাকা: ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) অর্থাৎ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয়গ্রহণকারী নতুন করে আগত ৫ লাখেরও বেশি রোহিঙ্গা জনগণকে সাহায্যের প্রয়োজনে ১১৯.৭৭ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেদন জানিয়েছে।

মায়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে ভয়াবহ সহিংসতার কারণে ২৫ আগস্ট থেকে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। যার ফলে প্রচন্ড মানবিক সংকট দেখা দেয়।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রথম দিকে আগত রোহিঙ্গাদের অধিকাংশই পালিয়ে আসার সময় শূন্যহাতে বা সামান্য কিছু নিয়ে এসেছে। এমন সংখ্যা তিন লাখেরও বেশি বলে হিসাব মিলেছে।

বাংলাদেশ সরকারের অনুরোধে জাতিসংঘের অভিবাসী সংস্থা ইন্টার সেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ হিসেবে রোহিঙ্গাদের মানবিক প্রয়োজনের ক্ষেত্রে সমন্বয়ের কাজ করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ মানবিক সাহায্যের ব্যাপক পরিকল্পনার অংশ হিসেবে সেপ্টেম্বর ২০১৭ থেকে ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত আইওএম’র ফান্ডের চাহিদার প্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই আবেদন করা হয়েছে।

সর্বশেষ পালিয়ে আসা শরণার্থীদের অগ্রাধিকার দিয়ে আইওএম কক্সবাজারের বিভিন্ন স্থানে বসবাসরত প্রায় দুই লাখ রোহিঙ্গাকে মানবিক সাহায্যে সমন্বয় করেছে। তাদেরকে অব্যাহত সহায়তা করার পাশাপাশি রোহিঙ্গা জনগণকেও তারা সহযোগিতা দিচ্ছে।

আইওএম কক্সবাজারে সাড়ে তিন লাখ রোহিঙ্গার বাসস্থানের উন্নয়নের কাজও করে যাচ্ছে।

পাঠকের মতামত

এনজিও সংস্থা সিএনআরএসের ১০ লাখ বাঁশের চারা বিতরণ প্রকল্পে অনিয়ম

কক্সবাজারে জলবায়ু পরিবর্তনে সহনশীলতা গড়ে তোলার লক্ষ্যে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) নামের একটি ...

কক্সবাজার হোটেল মিশুকে জার্মান পর্যটককে লাইনের পানি দিয়ে মিনারেল পানির বিল

কক্সবাজারের হোটেল মিশুকে এক জার্মান পর্যটককে লাইনের পানি দিয়ে মিনারেল পানির বিল ধরিয়ে হয়রানি করার ...

‘ রাখাইনে আরাকান আর্মি রোহিঙ্গাদের উপর ‘যুদ্ধাপরাধ’ করছে ‘ – ফোর্টিফাই রাইটস

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফোর্টিফাই রাইটস মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) কর্তৃক রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ...