প্রকাশিত: ০৬/১১/২০১৭ ১০:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৩১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

৪ লাখের সঙ্গে আরও ৬ লাখ রোহিঙ্গার ভার যোগ হওয়ার মধ্যে সোমবার সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি।

আগামী বাজেটে রোহিঙ্গা সঙ্কট প্রভাব ফেলবে কি না- এই প্রশ্নে অর্থমন্ত্রী বলেন,“রোহিঙ্গা ডিপার্টমেন্টস যা চাচ্ছে, আমরা তাই দিচ্ছি, তবে প্রেসার খুব বেশি হবে না।”

তবে বাজেটের উপর চাপ না পড়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য যে খরচাপাতি হচ্ছে, তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে হচ্ছে।

“আমার বাজেট হেস্তনেস্ত হয়ে যাবে, সে রকম হয়ত হবে না।”

মিয়ানমারের রাখাইনে নির্যাতনের স্বীকার হয়ে গত আড়াই মাসে ৬ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে; আগে বিভিন্ন সময় আসা আরও ৪ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী জীবন কাটাচ্ছে।

মানবিক কারণে এই রোহিঙ্গাদের আশ্রয় দিলেও বিশাল এই শরণার্থীর ভার সামলানো বাংলাদেশের পক্ষে কষ্টকর বলে আন্তর্জাতিক মহলও স্বীকার করছে।

মিয়ানমারের তীব্র সমালোচনা করে সম্প্রতি মুহিত বলেছিলেন, “মিয়ানমার একটা ব্লাডি কান্ট্রি, মিয়ানমার একটা বদমায়েশ দেশ। এই মিয়ানমার দেশটি এ বছর বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করবে।”

রোহিঙ্গাদের জন্য এডিবির কাছে সহায়তা চাওয়া হবে বলে জানান মুহিত।

তিনি সাংবাদিকদের বলেন, “হ্যাঁ, আমরা অফকোর্স চাইব। আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে চেয়েছি। এডিবির যেটা হল, আমাদের যে নরমাল কোটা তার থেকে বের হয়ে রোহিঙ্গাদের জন্য আমাদের প্রজেক্ট বানাতে হবে।”

অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এডিবির দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক হুম কিম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সরকার চাইলে রোহিঙ্গাদের সহায়তা করতে প্রস্তুত তারা। তবে এডিবি যেহেতু ব্যাংক, সে ক্ষেত্রে রোহিঙ্গাদের অর্থ সহায়তা দেওয়ার আগে একটা পন্থা বের করতে হবে।

আগামী ৫ বছরে বাংলাদেশে ৮ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়ার কথা বলেন হুম কিম।

রোহিঙ্গা সঙ্কট দীর্ঘস্থায়ী হবে বলেও শঙ্কা প্রকাশ করেন মুহিত।

আগামী বাজেটের একটা সম্ভাব্য অঙ্ক নিয়ে পরিকল্পনা করতে সচিবকে বলা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

বর্তমান অর্থবছরের বাজেটের আকার ৪ লাখ কোটি টাকা। বর্তমান সরকারের শেষ বাজেট হবে আগামী বছর। মুহিত ওই বাজেটের আকার ৫ লাখ কোটি টাকায় নেওয়ার স্বপ্ন আগে থেকেই দেখছেন।

মন্ত্রণালয়গুলোর কী পরিমাণ চাহিদা থাকতে পারে, তা সপ্তাহ দুয়েকের মধ্যে পাওয়া যাবে বলে আশা করছেন মুহিত।

পাঠকের মতামত

বাংলাদেশ ও ড. ইউনূসকে শুভেচ্ছা ট্রাম্পের, সম্পর্ক জোরদারের বার্তা

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের জনগণ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন যুত্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ...

জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সম্পর্কিত প্রস্তাব গৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদ মালয়েশিয়া ও ফিনল্যান্ডের পৃষ্ঠপোষকতায় মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ...

৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে স্টারলিংক চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

৯০ দিনের মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ...

জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান

জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সম্মানে আয়োজিত ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...