প্রকাশিত: ০৮/১১/২০১৭ ৭:৪৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:২৮ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের কাছে দেশী অপারেটরের সিমকার্ড বিক্রির বিরুদ্ধে অভিযান নেমেছে র‌্যাব। প্রথমদিনের অভিযানে ৫ রোহিঙ্গাকে ছয়মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৭ নভেম্বর) বিকেল ৪টা থেকে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতপালং বাজারে অভিযান শুরু করে র‌্যাব।

এসময় বাংলাদেশি অপারেটরের সিম বিক্রির সময় হাতেনাতে ৫ জনকে আটক করা হয়। এদের মধ্যে তিনজন পুরনো এবং দুইজন নতুন আসা রোহিঙ্গা বলে জানিয়েছেন র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর রহুল আমিন।

তিনি বলেন, রোহিঙ্গাদের কাছে নিবন্ধনবিহীন সিম বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এরপরও নতুন-পুরনো কিছু রোহিঙ্গা এবং কিছু বাঙালি বিক্রেতা রোহিঙ্গাদের কাছে সিম ও সেট বিক্রি করছে। আমরা অভিযান শুরু করেছি। পর্যায়ক্রমে সবাইকে ধরা হবে।

আটক পাঁচজনকে ছয়মাস করে কারাদণ্ড দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারি পরিচালক(মিডিয়া) মিমতানুর রহমান।

গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় বিটিআরসির এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রোহিঙ্গা শরণার্থীদের কাছে মোবাইল ফোনের সিমকার্ড বিক্রি করতে পারবে না দেশিয় কোনো মোবাইল ফোন অপারেটর। রোহিঙ্গাদের কাছে সিম বিক্রি করা হচ্ছে—এমন প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সভায় আরো সিদ্ধান্ত হয়, যোগাযোগের জন্য আগামী তিন দিনের মধ্যে কক্সবাজারের সব রোহিঙ্গা শরণার্থীশিবিরে সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটকের ফোন বুথ স্থাপন করা হবে। এসব বুথ থেকে খুব কম খরচে মোবাইল ফোন দিয়ে স্থানীয় (লোকাল) কল করতে পারবেন আশ্রয় নেওয়া রোহিঙ্গারা।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...