রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমছে না, জনপ্রতি ১২ ডলারই থাকছে
রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতিসংঘ। আগামী এপ্রিল থেকে মাসিক খাবারের ...
ওবাইদুল হক চৌধুরী,উখিয়া নিউজ ডটকম::
যতদিন পর্যন্ত রোহিঙ্গারা বাংলাদেশ থেকে ফেরত না যায় ততদিন পর্যন্ত তাদের থাকা খাওয়াসহ সবধরনের সহযোগিতা দেবে তুরস্ক। দেশটির উপ প্রধানমন্ত্রী রিসেপ আব্বাস আজ বুধবার এ কথা বলেন।
সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীকে সাথে নিয়ে কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যান রিসেপ আব্বাস। এসময় তিনি বলেন, জায়গা পেলে তাদের বাসস্থান তৈরিরও সব ব্যবস্থা করবে তুরস্ক।
রিসেপ আব্বাস বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে সহায়তা করছে তুর্কি সরকার। তুরস্কের উপ প্রধানমন্ত্রী রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করেন। রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানান তিনি।
পাঠকের মতামত