বাইক দুর্ঘটনায় ইসলামী ব্যাংক কর্মকর্তার মৃত্যু
মাইজভাণ্ডার দরবার শরীফ জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. নয়ন (২৭) ...

সোয়েব সাঈদ, রামু :
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দক্ষিন খুনিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে রুহুল আমিন (৩৮) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। সোমবার (১৫মে) বিকাল সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে। রুহুল আমিন পার্শ্ববর্তী ধোয়াপালং এলাকা বাসিন্দা।
খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাবুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রুহুল আমিন পেশায় বৈদ্যুতিক কাজ করতেন। ওই এলাকায় একটি পোল্ট্রি খামারে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। স্থানীয় ইউপি সদস্য বাবুল জানিয়েছেন, পোল্ট্রি খামারটি পরিত্যক্ত। খামারের মালিক কে তা তিনি জানেন না।
পাঠকের মতামত