প্রকাশিত: ২৫/০৭/২০১৬ ৭:৩৮ এএম

FB_IMG_1469369906312আবুল কাশেম সাগর,রামু ::

রামু উপজেলার কাউয়ারখোপে বন্ধুর দায়ের কুপে ডান পা হারিয়েছে ফরিদুল আলম (৩০) নামে এক যুবক। আহত ফরিদুল আলম উখিয়ারঘোনা লামার পাড়া গ্রামের ছৈয়দ আলমের সন্তান। শনিবার ( ২৪ জুলাই) দিবাগত রাত দেড় টার দিকে কাউয়ারখোপ ইউনিয়নের উখিযারঘোনা লামার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রতেক্ষদর্শী এলাকাবাসীরা জানান, একই এলাকার ওবাইদুর রহমানের ছেলে আব্দু শুক্কুরের সাথে বিরোধের জের ধরে এঘটনা ঘটেছে। আহত ফরিদুল আলম জানান, ঘটনার সময়ে রাত্রে স্থানীয় শামসুল আলমের দোকানের বেঞ্চে ঘুমাচ্ছিলেন এসময় এলাকার আব্দু শুক্কুর আমার ডান পায়ে কুপ মেরে পা শরীর হতে আলেদা হয়ে যায় এবং বাম পা ও কুপ মেরে আহত করেন। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরবর্তীতে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় এলাকার মানুষের মাঝে আতংক বিরাজ করছে।

পাঠকের মতামত

ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে ১ ঘণ্টাও লাগবে না :মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আবহমানকাল থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা মুসলিম, ...

সভাপতি মোঃ হোবাইব -সাধারণ সম্পাদক ফোরকান-সাংগঠনিক কামাল মহেশখালীতে লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ গঠিত

লবণ উৎপাদন বৃদ্ধি ও আমদানী নয়, নায্যামূল্যাসহ রপ্তানির লক্ষে গঠিত হয়েছে কক্সবাজারের মহেশখালীতে লবণ চাষি ...