রোহিঙ্গাদের হাতে হাতে এনআইডি, কিনছে বনের জমি
শামীমুল ইসলাম ফয়সাল :: রোহিঙ্গা জামাল উদ্দিন, মিয়ানমারের মংডুতে বসবাস ছিলো তাঁর, ২০১২ সালে মিয়ানমার ...
সোয়েব সাঈদ,রামু :: রামুতে ১ হাজার ইয়াবা সহ যুবক আটক হয়েছেন। আটককৃত মো. তৈয়ব (৩২) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেছুয়াপালং এলাকার মৃত মো. শফির ছেলে।
রবিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাতটায় রামুর পূর্ব মেরংলোয়া এলাকায় তার শ্বাশুড় সুলতানের বাড়ি থেকে থেকে তৈয়বকে আটক করেন রামু থানার এসআই আবুল কালাম আজাদ।
উল্লেখ্য সম্প্রতি চট্টগ্রামে ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েন তৈয়ব এর শ্বাশুড় সুলতানসহ ২জন।
পাঠকের মতামত