প্রকাশিত: ১০/০২/২০১৭ ৯:৫২ এএম

উখিয়া নিউজ ডেস্ক ::
কক্সবাজারের রামুতে সেনানিবাস প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই এলাকার অবকাঠামোগত উন্নয়নসহ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে নতুন প্রাণের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

আজ বৃহস্পতিবার দুপুরে রামু সেনানিবাসে কক্সবাজার এলাকায় নতুন ৭টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নতুন এই সাতটি ইউনিট প্রতিষ্ঠার মধ্য দিয়ে রামুতে দুই বছর আগে গঠিত ১০ পদাতিক ডিভিশন পূর্ণাঙ্গ সেনানিবাস হিসেবে প্রতিষ্ঠায় আরও একধাপ এগিয়ে গেল বলেও জানান তিনি।

সেনাপ্রধানের আগমন উপলক্ষে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল রামু সেনানিবাস এলাকায়। বেলা এগারোটায় সেনাপ্রধান অনুষ্ঠানস্থলে পৌঁছালে ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সাওরয়ার হাসান তাকে অভ্যর্থনা জানান। এরপর প্যারেড কমান্ডার মেজর এরশাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকষ দল কুচকাওয়াজ প্রদর্শন করে এবং সেনাপ্রধানকে স্বশস্ত্র সালাম জানায়। তারপর সেনাবাহিনী প্রধানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা একযোগে সদর দপ্তর কক্সবাজার এরিয়া, ১৬ ক্যাভ্যালরি, ৪১ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি, ৯ সিগন্যাল ব্যাটলিয়ন, ৩৯ বীর, ৫০৯ ডিওসি ও ১০ স্বতন্ত্র এ্যমোনিশন প্লাটুন এর পতাকা উত্তোলন করেন।

পতাকা উত্তোলন শেষে সেনাসদ্যদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেনাপ্রধান সকলকে প্রশিক্ষণের মাধ্যমে সুশৃঙ্খল, দক্ষ ও যোগ্য সেনাসদস্য হিসেবে গড়ে ওঠার মাধ্যমে সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন। সেই সাথে পেশাদারিত্বেও কাঙ্খিত মান অর্জনের মাধ্যমে অভ্যন্তরীণ কিংবা বার্হিক যেকেনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন।
তিনি আরও বলেন, দুই বছর আগে আজকের মতোই এক সকালে ১০ পদাতিক ডিভিশনের বর্ণিল পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। তখন এখানে পাহাড়, জঙ্গল আর বনভূমি ছিল। মাত্র দুই বছর পর এই নবগঠিত গ্যারিসন নয়নাভিরাম সবুজ শামল রূপে পরিণত হয়েছে। এতো অল্প সময়ের মধ্যে রামুকে সেনানিবাসের কাজ সম্পন্ন হতে দেখে তিনি ডিভিশনের জিওসিসহ সকলকে ধন্যবাদ জানান।
ডিভিশনের সেনাসদস্যদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, আমি জানি, আপনাদের বর্তমানে অস্থায়ী ব্যারাকে অবস্থান করতে হচ্ছে। এটা সাময়িক। স্থায়ী ব্যারাক তৈরির জন্য প্রচেষ্টা অব্যাহত আছে। ইতোমধ্যে ৪ টি এস এম ব্যারাক কমপ্লেক তৈরির কাজ অনেকখানি এগিয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ১০ পদাতিক ডিভিশনেরর আরো কিছু নবগঠিত ইউনিটের যাত্রার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন রূপকল্প ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের পথে আরেকটি মাইলফলক উম্মোচিত হলো।

প্রায় আট মিনিটের বক্তব্যের শুরুতে সেনাপ্রধান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন। ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পেরে আনন্দ প্রকাশ করেন।

বক্তব্য শেষে সেনাপ্রধান সেনানিবাসের কিছু আকর্ষণীয় অংশ ঘুরে দেখেন এবং বইয়ে স্বাক্ষর করেন। এরপর রামু সেনানিবাসে নির্মাণাধীন ‘শেকড়’ নামের দশ দিগন্ত জাদুঘরসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সামরিক এবং বেসামরিক উর্ধ্বতম কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্বজনের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ দেশে ফিরেছে একটি কফিনে ...

ছেলের বিয়েতে আ.লীগ নেতা, গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ে কেন্দ্র করে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে গ্রেফতারের ...

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...